আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ২৩ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ চেন্নাইয়ের। কিন্তু প্রশ্ন সবার সিএসকে-র প্রস্তুতি ক্যাম্পে কবে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি?
জানা গিয়েছে ২৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে এসে পৌঁছবেন মাহি। পুরোদস্তুর ফিট হয়ে তিনি নামবেন আসন্ন আইপিএলে। সাম্প্রতিক কালে ধোনিকে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। ৪৩ বছর বয়সি চ্যাম্পিয়ন উইকেট কিপার অস্ত্রোপচার করেন। নিজেকে ফিট করে তোলার জন্য কঠিন পরিশ্রম শুরু করেন ধোনি বলেই খবর। শারীরিক দিক থেকে দারুণ জায়গায় থেকেই তিনি আসন্ন আইপিএলে নামবেন।
এক সূত্রের মতে, ''ধোনি পুরোদস্তুর ফিট। কঠিন ট্রেনিং শুরু করে দিয়েছে। নিজেকে পুরোদস্তুর ফিট করে তোলাই উদ্দেশ্য। এখন কেউ যদি ৪৩ বছরের একজনের সঙ্গে ২৩ বছরের কোনও খেলোয়াড়ের তুলনা করেন, সেটা ঠিক নয়। তবে মাহি এখন অনেক তরুণ ক্রিকেটারের থেকেও ফিট।''
গত বারের থেকে এবার অনেক কম টাকায় খেলছেন ধোনি। জানা গিয়েছে, গত বছরের থেকে ৬৬.৬৭ শতাংশ কম টাকা পাবেন তিনি। ৪ কোটি টাকা পাচ্ছেন ধোনি। ২০২২ সালে আইপিএলের মেগা নিলামে ধোনিকে ১২ কোটি টাকায় নিয়েছিল চেন্নাই। এবার তাঁর বেতন কমছে অনেকটাই। কিন্তু খেলার মাঠে দেখা যাবে সেই পুরনো ধোনিকেই।
