আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসের নতুন হেড কোচ হলেন হেমাঙ্গ বাদানি। ২০২৫ সালের আইপিএলে তাঁর হাতেই থাকবে দিল্লির রিমোট কন্ট্রোল। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিয়োগ করা হল বেণুগোপাল রাওকে। 

ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাহলে দেশের প্রাক্তন অধিনায়ককে কোন পদ দেওয়া হল? ভারতের ক্রিকেটমহলে সৌরভকে নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। 

ঘটনা হল, দিল্লি ক্যাপিটালস যৌথ ভাবে চালায় জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ স্পোর্টস। কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালস চালায় জেএসডব্লিুউ স্পোর্টস। আগামী দুই মরশুম দিল্লি ক্যাপিটালস দেখাশোনা করবে জিএমআর গ্রুপ। মহিলাদের দল এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব থাকবে জেএসডব্লিউ স্পোর্টসের উপরে। সৌরভ গঙ্গোপাধ্যায় মহিলাদের আইপিএলে দিল্লির মহিলা দল ও প্রিটোরিয়া ক্যাপিটালসের দল পরিচালনা করবেন। 

সৌরভ অবশ্য আইপিএলের নিলামে থাকবেন।  জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল বলেন, ''জেএসডব্লিুউ স্পোর্টসে দাদার বিশেষ জায়গা রয়েছে। আমাদের কাছে সৌরভ আগে পরিবারের মতো। তার পরে ক্রিকেট আইকন।''