আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসের চিফ কোচ হওয়ার দৌড়ে এগিয়ে দেশের প্রাক্তন বাঁ হাতি ক্রিকেটার হেমাঙ্গ বাদানি। বোলিং কোচ হিসেবে প্রাক্তন পেসার মুনাফ প্যাটেলের নাম ভাসছে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়েছে রিকি পন্টিংয়ের।

প্রাক্তন অজি অধিনায়ক ২০১৮ সাল থেকে দিল্লির সঙ্গে জড়িয়ে রয়েছেন। পন্টিং চলে যাওয়ায় নতুন কোচের সন্ধানে দিল্লি ক্যাপিটালস। আরও নির্দিষ্ট করে বললে দেশীয় কোচই পছন্দ তাদের। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। 

এদিকে ঋষভ পন্থ, অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে রিটেন করবে। এই তিনজন ছাড়া দুই বিদেশি জেক ফ্রেজার ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসকে রাখার চেষ্টা করবে দিল্লি। তাঁদের জন্য যাতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যায়, সেই চিন্তাভাবনা করছে দিল্লি।

এর আগে সানরাইজার্স হায়দরাবাদে ব্রায়ান লারার সঙ্গে কাজ করেছেন বাদানি। চারটি টেস্ট ম্যাচ এবং ৪০টি ওয়ানডে খেলেছেন বাদানি। সব ঠিক থাকলে বাদানির হাতেই উঠবে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব।