আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিতর্ক যেন থামতেই চায় না। একটা শেষ হতে না হতেই আর একটা দেখা দেয়।
 
 ইডেনে নাইটদের আইপিএল ম্যাচে কমেন্ট্রি করতে যেন না দেওয়া হয় হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে। এই মর্মে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল সিএবি। তার পর সোমবারের ম্যাচে ইডেনে দেখা যায়নি হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে। 
 
 প্রসঙ্গত, ইডেনের উইকেট নিয়ে পিচ কিউরেটর ও কেকেআর ম্যানেজমেন্টের যে টালবাহানা চলছিল, সেই প্রসঙ্গের উল্লেখ করে সাইমন ডুল ও হর্ষ ভোগলে দু’জনেই একই সুরে বলেছিলেন, কেকেআরের কথা যদি পিচ কিউরেটর না শোনেন, তাহলে যেন হোম গ্রাউন্ড বদলে ফেলে নাইটরা। আর এতেই সিএবি চটে লাল এই দু’জনের উপর। বোর্ডের কাছে সিএবি আবেদন করেছিল। 
 
 এদিকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ভোগলে। তাঁর দাবি, ইডেনে মাত্র দুটি ম্যাচে কমেন্ট্রি করার কথা ছিল তাঁর। আর সেই ম্যাচ দুটি হয়ে গিয়েছে। ভোগলের কথায়, ‘একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমাকে কেন সোমবারের ম্যাচে ইডেনে দেখা যায়নি তা নিয়ে। শুধু এটুকুই বলব আমি এই ম্যাচের ধারাভাষ্যকারের তালিকায় ছিলাম না।’ ভোগলের কথায়, ‘বিষয়টি আমায় জিজ্ঞাসা করলেই সমস্যার সমাধান হয়ে যেত। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ধারাভাষ্যকারদের তালিকা তৈরি হয়। কোন ম্যাচে কারা থাকবেন সেই তালিকাও তৈরি হয়ে যায়। কলকাতায় দুটি ম্যাচে আমার কমেন্ট্রি করার কথা ছিল। সেই দুটি ম্যাচ হয়ে গিয়েছে। একটিতে কমেন্ট্রি করেছিলাম। আর একটিতে করতে পারিনি পারিবারিক সমস্যা থাকায়।’ 
 
 ভোগলে বিতর্কে ঘি ঢালার চেষ্টা করলেও এই বিতর্ক সহজে মেটার নয়। শনিবার আবার ইডেনে কলকাতার ম্যাচ রয়েছে। কেকেআর খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। এখন দেখার সেই ম্যাচে ভোগলে বা ডুলকে কমেন্ট্রি করতে দেখা যায় কিনা।
