আজকাল ওয়েবডেস্ক: সিরিজে ইতিমধ্যেই ২–১ এগিয়ে আছে ইংল্যান্ড। বুধবার থেকে শুরু ম্যাঞ্চেস্টার টেস্ট। এই টেস্ট জিতলেই সিরিজ জিতে যাবেন স্টোকসরা।
লর্ডসে বেশিরভাগ সময় এগিয়েছিল ভারত। তবুও জিতে নিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ের নেপথ্যে রয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সে কথা ফাঁস করলেন ক্রিকেটার হ্যারি ব্রুক। পাশাপাশি তাঁদের কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে মুখ খুলেছেন আর এক ক্রিকেটার ব্রাইডন কার্স।
লর্ডসে তৃতীয় দিন খেলার শেষ দিকে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল। ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলির সঙ্গে বিবাদ হয় ভারতীয় ক্রিকেটারদের। সেই বিবাদের পর খেলা শেষে মাঠে দাঁড়িয়ে দলের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছিলেন ম্যাকালাম। ব্রুক বলেন, ‘ম্যাকালাম আমাদের বললেন, আর ভাল মানুষ হয়ে থাকলে চলবে না। এত দিন অনেক চুপ থেকেছি। এ বার ওদের সরাসরি জবাব দিতে হবে। মাঠে আগ্রাসন দেখাতে হবে। চতুর্থ দিন ওদের জবাব দেওয়ার ভাল সুযোগ আমরা পাব।’
ব্রুকের কথায়, চতুর্থ দিন তাঁদের ইনিংস শেষ হওয়ার পর তাঁরা ঠিক করে নিয়েছিলেন লড়াই ছাড়বেন না। ১৯৩ রান কম হলেও ভারতকে সমস্যায় ফেলবেন। ম্যাকালামের কথা তাঁদের উদ্বুদ্ধ করেছিল। ব্রুক বলেন, ‘ম্যাকালামের কথায় সকলে উত্তেজিত ছিল। আমরা ওদের চোখে চোখ রেখে জবাব দিতে চাইছিলাম। সকলের শরীরী ভাষায় সেটা বোঝা যাচ্ছিল। শেষ দিনও একই আগ্রাসন নিয়ে আমরা খেলেছি। তাই ওরা জিতে ফিরতে পারেনি।’
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে শুভমনকে দল নিয়ে বড় বার্তা এই প্রাক্তনীর ...
কার্স আবার বলেছেন, কী ভাবে নিজেদের খেলার ধরন তাঁরা বদলেছেন। ‘বাজবল’ থেকে সরেছিলেন তাঁরা। তবে পুরোটাই হয়েছিল একটা পরিকল্পনার মাধ্যমে। কার্স বলেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলি সেটা লর্ডসে খেলিনি। কিছুটা বদলেছিলাম। তাতেও সফল হয়েছি। এর থেকেই প্রমাণ হয় পরিস্থিতির সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারি। পরিস্থিতি অনুযায়ী নিজেদের বদলাতে পারি।’
ইংল্যান্ডের ক্রিকেটার জানিয়েছেন, পরের ধাপে উঠতে চান তাঁরা। সেই পথেই যাত্রা শুরু করেছেন। কার্স বলেন, ‘সিরিজের শুরুতেই আমরা ঠিক করেছিলাম, দাপট দেখাতে হবে। পরের ধাপে উঠতে হবে। তার মানে এই নয় সব সময় এক ধরনেরই ক্রিকেট খেলতে হবে। খেলার ধরন বদলেও সেটা হয়। মানসিকতা বদলেও সেটা হয়। লর্ডসে সেটাই দেখা গিয়েছে। সেটাই আমাদের সবচেয়ে আনন্দ দিচ্ছে।’
প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টারে ভারত আজ পর্যন্ত একটা টেস্টও জেতেনি। ফলে ইংল্যান্ডের কাছে সুযোগ সিরিজ জেতার। তার আগেই ইংরেজ ক্রিকেটারেরা বুঝিয়ে দিয়েছেন, সব রকম পরিস্থিতি এবং সব রকম চ্যালেঞ্জ সামলাতে তাঁরা প্রস্তুত।
এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে ফেরানো হয়েছে লিয়াম ডসনকে। শোয়েব বশির চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে স্পিনার হিসেবে ডসনকে প্রথম একাদশে জায়গা দিল ইংল্যান্ড। বুধবার থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। তাঁর দু’দিন আগে প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। প্রথম একাদশে এই একটিই মাত্র বদল হয়েছে।
