আজকাল ওয়েবডেস্ক:‌ চোটের জন্য ওভাল টেস্ট খেলতে পারেননি ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে তিনি চোট পেয়েছিলেন। কিন্তু হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরানের পর ‘সমারসল্ট’ করে উল্লাস করেছিলেন পন্থ। এই সিরিজের আগে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচে শতরান করেও ডিগবাজি খেয়েছিলেন তিনি। পন্থের সেই ডিগবাজি নকল করার চেষ্টা করেছেন ব্রুক।


এটা ঘটনা, ওভাল টেস্টে খেলতে না পারলেও বাকি চার টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে পন্থকে। টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও পন্থের প্রভাব রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপর। পন্থকে নকল করার চেষ্টা করেছেন হ্যারি ব্রুক।


ভারত–ইংল্যান্ড সিরিজ শেষে সে দেশে শুরু হয়েছে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতা। সেখানেই দেখা গিয়েছে সেই ছবি। খেলা শুরুর আগে মাঠে ঢোকার সময় ডিগবাজি খাওয়ার চেষ্টা করেছেন ব্রুক। তবে একেবারে পন্থের মতো পারেননি তিনি। পন্থ করেছিলেন ‘সমারসল্ট’। ব্রুক করেছেন ‘কার্টহুইল।’ কাছেই দাঁড়িয়েছিলেন সতীর্থ জাক ক্রলি। ডিগবাজি খাওয়ার পর ক্রলির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ব্রুককে।


সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ইওইন মরগ্যান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তা দেখে বলেন, ‘‌ওর গা ঘামানো দেখে বেশ ভাল লাগছে। বেশ অন্য রকম। আমরা বেশি ক্রিকেটারকে এটা করতে দেখি না। তবে ডিগবাজি খাওয়ার পর দেখে মনে হচ্ছিল, ব্রুক খুব গর্বিত হয়েছে।’‌


এটা ঘটনা, পরে আবার ব্রুকের ডিগবাজির প্রসঙ্গ আসে। তখন মরগ্যান জানান, ‘‌আমার মনে হয় সতীর্থদের সঙ্গে ওর বাজি লেগেছিল। ওরা হয়তো বলেছিল, ব্রুক পারবে না। সেটাই ও করে দেখিয়েছে। আমরা হেডিংলেতে পন্থকে দেখেছি ডিগবাজি খেতে। তবে ও পুরো সমারসল্ট করেছিল। ব্রুক সেটা করেনি। ও নিজের মতো কিছুটা নতুনত্ব এনেছে।’‌


প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে ৪৭৯ রান করেছেন পন্থ। ৬৮.৪২ গড়ে রান করেছেন তিনি। হেডিংলেতে দুই ইনিংসেই শতরান করেন পন্থ। পাশাপাশি সিরিজে তিনটে অর্ধশতরানও করেছেন ভারতীয় উইকেটরক্ষক। ম্যাঞ্চেস্টারে ভাঙা পায়ে ব্যাট করতে নেমে অর্ধশতরানের ইনিংস খেলেছেন পন্থ। তাঁর সাহসী ইনিংসের প্রশংসা হয়েছে।


সিরিজে পন্থের থেকে ২ রান বেশি করেছেন ব্রুত। পাঁচ টেস্টে ৪৮১ রান করেছেন তিনি। ৫৩.৪৪ গড়ে রান করেছেন ব্রুক। সিরিজে দুটো শতরান ও দুটো অর্ধশতরান করেছেন ব্রুক। ওভালে তাঁর শতরান আর একটু হলে ইংল্যান্ডকে সিরিজ জিতিয়ে দিচ্ছিল। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে যান তিনি। সেখান থেকে ম্যাচে ফিরে শেষ পর্যন্ত জিতে যায় ভারত। শেষ অবধি ২–২ ড্র হয় ভারত–ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। 

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে বেন ডাকেটকে আউট করার পর দেওয়া বিতর্কিত ‘সেন্ড–অফ’ নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় পেসার আকাশ দীপ। খেলা চলাকালীন দেখা গিয়েছিল ওই সময় আকাশ ডাকেটের কাঁধে হাত রেখে কিছু কথা বলেছিলেন। যা দেখে অনেকেই আইসিসির হস্তক্ষেপের দাবি তুলেছিলেন। এমনকি সতীর্থ কেএল রাহুলকে হস্তক্ষেপ করে আকাশকে সরিয়ে নিতে হয়, যাতে বড় কোনও ঝামেলা না হয়। কিন্তু আদতে সেরকম কিছুই ঘটেনি। সিরিজ শেষের পর অবশেষে রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথপোকথন ফাঁস করলেন আকাশদীপ।