আজকাল ওয়েবডেস্ক: ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর পা ছুঁয়ে প্রণাম করলেন কোচ অমল মুজুমদারকে। সেই ছবি, সেই মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সময়-যুগ বদলালেও, হরমনপ্রীত দেখিয়ে দিলেন যতই উত্তর আধুনিকতা আসুক, যতই পরিবর্তনের পথে এগোক দেশ, দেশের সংস্কৃতি একই আছে। বদলায়নি একটুও। গুরুর পা ছুঁয়ে প্রণাম করলেন ভারত অধিনায়ক। যা ভারতীয় সংস্কৃতিরই নিদর্শন। অমল মুজুমদার ও হরমনপ্রীতের সম্পর্ক কেবল কোচ আর অধিনায়কের মতো নয়। তাঁদের রয়াসন আরও গভীর। হরমনপ্রীতদের চাণক্য অমল মুজুমদার। খেলোয়াড় জীবনে দারুণ প্রতিভাবান ছিলেন। কিন্তু যে ফুল পাপড়ি কোনওদিন মেলল না। অমল মুজুমদারের খেলোয়াড়িজীবনের অপূর্ণতা অবশেষে দূর হল রবি-রাতে। তাঁর পাওয়ার কলস পূর্ণতা পেল অবশেষে।
হরমনের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ট্রফি নেওয়ার ঠিক আগের মুহূর্তে হরমনপ্রীত আইসিসি চেয়ারম্যানের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলেন। কিন্তু জয় শাহ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে হরমনের প্রণাম নেননি।
হরমনপ্রীত দেশকে বিশ্বকাপ জিতিয়ে নিজেও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর একটি ছবি পোস্ট করলেন। সেখানে দেখা যাচ্ছে, পাশে বিশ্বকাপ নিয়ে শুয়ে আছেন তিনি। তাঁর টি শার্টে লেখা, ''ক্রিকেট ইজ জেন্টলম্যানস(কেটে দেওয়া হয়েছে),এভরিওয়ানস গেম।''
মেয়েদের অভিনন্দন জানান শচীন তেণ্ডুলকর। মাস্টার ব্লাস্টার লেখেন, ''১৯৮৩ সালের ঐতিহাসিক জয় যেমন এক প্রজন্মকে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্নকে তাড়া করতে অনুপ্রাণিত করেছিল, আজ ভারতের মহিলা ক্রিকেট দল সেই ইতিহাস নতুন করে লিখল। তাঁদের এই সাফল্য দেশের অগণিত কন্যাকে অনুপ্রাণিত করবে হাতে ব্যাট-বল তুলে নিতে, মাঠে নামতে, এবং বিশ্বাস রাখতে—একদিন তাঁরাও সেই বিশ্বকাপ ট্রফি তুলে ধরতে পারবে। এই জয় নিঃসন্দেহে ভারতীয় মহিলা ক্রিকেটের যাত্রাপথে এক ঐতিহাসিক মাইলফলক। অভিনন্দন টিম ইন্ডিয়া! তোমরা পুরো দেশকে গর্বিত করেছো।''
বিরাট কোহলি পোস্ট করেন, ''ভারতের মেয়েরা ইতিহাস গড়লেন! তাঁদের এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভরে উঠেছে গোটা দেশ। বহু বছরের পরিশ্রম ও অধ্যবসায় আজ বাস্তবের রূপ নিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং গোটা দলকে আন্তরিক অভিনন্দন। শুধু খেলোয়াড়রা নয়, দলের সঙ্গে যুক্ত সমগ্র সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানানো উচিত, যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফল এই জয়। ওয়েল প্লেড টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করো হৃদয়ভরে।''
