আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির 'নো লুক রান আউট' নিয়ে কত চর্চাই না হয়েছে। রবিবারের পর থেকে হার্দিক পাণ্ডিয়ার 'নো লুক আপার কাট' নিয়েও প্রবল চর্চা হবে, এ কথা বলাই বাহুল্য। থুড়ি, এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে। 

শচীন তেণ্ডুলকরের স্মৃতি সম্বলিত গোয়ালিয়রে হার্দিক পাণ্ডিয়া তূরীয় মেজাজে ব্যাট করলেন। বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে ঔদ্ধত্য ফুটে উঠল হার্দিক পাণ্ডিয়ার শরীরী ভাষায়। শুরু থেকে মারমুখী মেজাজে ধরা দিলেন। কিন্তু খেলার একেবারে শেষের দিকে পাণ্ডিয়ার আপার কাট সবার নজর কেড়ে নিল। 

গোয়ালিয়রে মায়াঙ্ক যাদবকে নিয়ে কৌতূহল ছিল। তিনি গতির ঝড় তোলেন। সঞ্জু স্যামসন দর্শনীয় কিছু শট খেলেন। সূর্যকুমার যাদবেরও ব্যাট কথা বলতে শুরু করেছিল। কিন্তু দিনান্তে সবাইকে ম্লান করে দিলেন হার্দিক পাণ্ডিয়া। সৌজন্যে তাঁর নো লুক আপার কাট।  

টি-টোয়েন্টি ফরম্যাটে হার্দিক পাণ্ডিয়া বিপজ্জনক ব্যাটার। এদিন ব্যাট করতে আসা ইস্তক হার্দিক পাণ্ডিয়া অন্য গিয়ারে ধরা দেন। বেশ কিছু ভালো শট খেলেন। কিন্তু তাসকিন আহমেদকে মারা নো লুক আপার কাট নিয়েই বেশি চর্চা হচ্ছে সর্বত্র। তাসকিনকে আপার কাটে বাউন্ডারিতে পাঠানোর পরেও পাণ্ডিয়া ঘুরে দেখেননি বলটা কোথায় গেল! তাঁর খেলায় আত্মবিশ্বাসের দ্যুতি ছড়াচ্ছিল। এই হার্দিক পাণ্ডিয়া অন্য অবতারে ধরা দিলেন গোয়ালিয়রে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন পাণ্ডিয়া। 

 

?ref_src=twsrc%5Etfw">October 6, 2024