আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে হারে জয়ের হ্যাটট্রিক অধরা। ২৬ রানে জিতে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড। একমাত্র হার্দিক পাণ্ডিয়া ছাড়া কোনও ভারতীয় ব্যাটার রান পায়নি। তবে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না ভারতীয় অলরাউন্ডার। ৩৫ বলে ৪০ রান করে আউট হন। শুরুটা মন্থর করলেও শেষদিকে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে হারের জন্য হার্দিককে কাঠগড়ায় দাঁড় করালেন পার্থিব প্যাটেল। তাঁর মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। পার্থিব বলেন, 'টি-২০ ম্যাচে সেট হতে একজন ২০-২৫ বল নিতে পারে না। এটা কোনওভাবেই সম্ভব নয়। শুরুতে একটু সময় লাগতেই পারে, তবে নিয়মিত স্ট্রাইক রোটেট করতে হবে। শেষপর্যন্ত ৩৫ বলে ৪০ করেছে ঠিকই, তবে ইনিংসের শুরুতে একাধিক ডট বল আছে।'
অন্য একটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ধ্রুব জুরেলকে আট নম্বরে নামানো নিয়ে প্রশ্ন তোলেন। পিটারসেন বলেন, 'ভারত ঠিকঠাক ব্যাটিং অর্ডার নামাতে পারেনি। ধ্রুব জুরেল একজন ব্যাটার। ডান এবং বাঁ হাতি কম্বিনেশন বজায় রাখতে ওকে লোয়ার অর্ডারে নামানোর সিদ্ধান্ত ঠিক নয়। আমার বিশ্বাস, দলের সেরা ব্যাটারদের ওপরের দিকে ব্যাট করা উচিত। চার নম্বর পর্যন্ত বাঁ হাতি ডান হাতি কম্বিনেশন ঠিক আছে। কিন্তু তারপর সেরা ব্যাটারদের নামানো উচিত। জুরেল একজন বিশিষ্ট ব্যাটার। সুযোগ পেলে ও বড় ইনিংস খেলতে পারত।' ভারতের হারের মধ্যে প্রাপ্তি বরুণ চক্রবর্তী। ২০২১ সালে ভারতের জার্সিতে খেলার দু'বছর পর গতবছর আবার জাতীয় দলে ফেরেন কেকেআরের রহস্য স্পিনার। ইডেনের পর রাজকোটেও সফল। তবে তাঁর পাঁচ উইকেট দলের জয়ের কাজে লাগেনি। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজে টিকে থাকে ইংল্যান্ড।
