আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে অসন্তুষ্ট অনেকেই। এই তালিকায় নবতম সংযোজন হরভজন সিং। অজিত আগরকরের নির্বাচক কমিটি চার জন স্পিনার ও তিনজন পেসারকে বেছে নিয়েছেন। পেসারদের মধ্যে বুমরাকে আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ। সামি পুরোদস্তুর ফিট কিনা, তা বোঝা যাচ্ছে না।
নির্বাচকরা রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল-এই দুই বাঁ হাতি স্পিনারকে দলে নিয়েছেন। এছাড়াও ডান হাতি অফস্পিনার ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ সিং রয়েছেন দলে।
যুজবেন্দ্র চহালকে না নেওয়ায় বিস্মিত হরভজন। ভাজ্জি বলছেন, ''সঞ্জু নেই। যুজবেন্দ্র চহালও নেই। চার জন স্পিনারকে দলে নেওয়া হয়েছে, তার মধ্যে দু'জন বাঁ হাতি। বৈচিত্র্য আনার জন্য একজন লেগ স্পিনারকে দলে নেওয়াই যেত। চহাল দুর্দান্ত একজন বোলার। ও কি অপরাধ করেছে জানি না যার জন্য ওকে দলে রাখা হচ্ছে না।''
