আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড ঝামেলায় শাস্তির কোপে পড়েন ভারতীয় পেসার। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। হরভজন সিং মনে করছেন, এই বিষয়ে আইসিসি একটু বেশিই কড়া মনোভাব দেখাচ্ছে। বরাবরই বিতর্কের সঙ্গে নিবিড় সম্পর্ক ভাজ্জির। অতীতে অনেক ঘটনাই ঘটান। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যার মধ্যে 'মাঙ্কিগেট' বিতর্ক বিখ্যাত। এদিন সিরাজ-হেড প্রসঙ্গে মুখ খুলতে চাননি প্রাক্তন স্পিনার। তবে দাবি, সিরিজ চলাকালী দুই দলের মধ্যে আবার বচসা বাঁধবে। হরভজন বলেন, 'আইসিসি প্লেয়ারদের বিরুদ্ধে একটু বেশি কড়া। এইধরনের ঘটনা মাঠে ঘটতেই পারে। প্লেয়াররা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিয়েছে। কিন্তু তাসত্ত্বেও আইসিসি জরিমানা করেছে। অনেক হয়েছে, এইসব বিষয়ে মন না দিয়ে ক্রিকেটে ফোকাস করা উচিত।' 

সিরাজ এবং হেড, দু'জনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় পেসারকে জরিমানা করা হয়েছে। হরভজন মনে করেন, এইভাবে মাঠের এই ঘটনা থামানো যাবে না। তাঁর দাবি, পরের টেস্ট থেকে পরিস্থিত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বর্তমানে সিরিজ ১-১। এখনও তিনটে টেস্ট বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেতে হলে দুই দলকেই জিততে হবে। ভাজ্জি বলেন, 'আদতে কে ভুল, কে ঠিক বলা যাবে না। আমার মনে হয়, বিষয়টা এখানেই শেষ করে দেওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পরের টেস্ট থেকে দুই দলের প্লেয়ারদের মধ্যে আবার বচসা বাঁধবে। তবে অ্যাডিলেডে যা হয়েছে, সেটা এখানেই ভুলে যাওয়া উচিত।' ২০০৭-০৮ বর্ডার-গাভাসকর ট্রফিতে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে মাঙ্কিগেট বিতর্কে জড়ান হরভজন। প্রথমে তাঁকে তিন ম্যাচ নির্বাসিত করা হয়। কিন্তু কোনও প্রমাণ না থাকায় পরে সেই সিদ্ধান্ত বদলে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।