আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত, বিরাট কিংবা হেড নন। নিকোলাস পুরানকেই টি২০ ক্রিকেটে এগিয়ে রাখলেন হরভজন সিং। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ২৬ বলে ৭০ রানের মারকাটারি ইনিংস খেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। মারেন ৬টি চার ও সমসংখ্যক ছয়। আইপিএলে দ্রুততম অর্ধশতরানের নজির গড়ে ফেলেছেন পুরান। 


এই ইনিংস দেখে হরভজন সিং বলেই দিয়েছেন, পুরানই এখন টি২০ ক্রিকেটে সেরা প্লেয়ার। লখনউয়ের এবার ট্রাম্প কার্ড পুরান। এক্স হ্যান্ডলে ভাজ্জি লিখেছেন, ‘‌এই মুহূর্তে নিকোলাস পুরান সেরা টি২০ ক্রিকেটার।’‌


এদিকে লখনউয়ের হয়ে আইপিএলে হাজার রান হয়ে গেল পুরানের। মাত্র ৩১ ম্যাচে ১০০২ রান করে ফেলেছেন পুরান। গড় ৪৫.‌৫৪। স্ট্রাইক রেট ১৮৪.‌৫৩। লখনউয়ের হয়ে হাজার রান করার কৃতিত্ব আর আছে লোকেশ রাহুলের। ৩৮ ম্যাচে তিনি করেছেন ১৪১০ রান। 


খেলা শেষে পুরান জানিয়ে দিয়েছেন, ‘‌ছয় মারার কোনও পরিকল্পনা ছিল না। নিজের সেরাটা দিয়ে দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। বলও ভালই ব্যাটে আসছিল। গত নয় বছর ধরে আইপিএলে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করে এসেছি। সুযোগ পেলে রানও করেছি। পাওয়ার প্লে কাজে লাগিয়েছি। বৃহস্পতিবারও সুযোগ এসেছিল। দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর দলও জিতেছে।’‌ 


একসময় শোনা গিয়েছিল নিকোলাস পুরানকে অধিনায়ক করতে পারে লখনউ। কিন্তু মেগা নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটিতে কেনায় বোঝা গিয়েছিল পন্থই হবেন লখনউয়ের পরবর্তী অধিনায়ক। আর সেটাই হয়েছে। যদিও দুটি ম্যাচে এখনও রান পাননি পন্থ।