আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। দলে স্পিনার নির্বাচন নিয়ে আগে সমালোচনা করেছিলেন দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া।
এবার একই সুরে ভারতের দল নির্বাচনের সমালোচনা করলেন হরভজন সিং। প্রথম টেস্টে ভারত বিশ্রাম দিয়েছিল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। পারথে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। দ্বিতীয় টেস্টে ওয়াশিংটন সুন্দরকে বিশ্রাম দিয়ে অশ্বিনকে খেলানো হয়। তৃতীয় টেস্টে আবার অশ্বিনের জায়গায় জাদেজাকে নামানো হয়।
প্রথম একাদশ নির্বাচনে ক্রমাগত বদল আনা হচ্ছে। এই পরিবর্তন একদমই পছন্দ নয় হরভজনের। তিনি বলছেন, স্পিনারদের নিয়ে এত পরিবর্তন মানা যাচ্ছে না। তিনি বলছেন, আমি কিছু বলা মানেই হেডলাইন হওয়া।
ধারাভাষ্য দেওয়ার সময়ে ভাজ্জি বলেছেন, ''যা হয়েছে তা ঠিক নয়। সুন্দর প্রথম টেস্টে খেলল। কিন্তু প্রথম পছন্দ তো অশ্বিন ও জাদেজা। সুন্দরকেই যখন খেলালে তখ ওকেই খেলিয়ে যাওয়া উচিত ছিল। অশ্বিনকে খেলানোর জন্য সুন্দরকে বিশ্রাম দেওয়া হল। আমার মতে, অশ্বিন বা সুন্দরকেই তৃতীয় টেস্টে নেওয়া উচিত ছিল। কিন্তু প্রথম একাদশে রাখা হল জাদেজাকে। এটাই আমার কাছে বড় প্রশ্ন।''
৫৩৭টি উইকেটের মালিক অশ্বিন। উইকেট শিকারের নিরিখে বিচার করলে তাঁর আগে রয়েছেন কেবল অনিল কুম্বলে। জাদেজার ঝুলিতে ৩১৯টি উইকেট। ভাজ্জি বলছেন, ''স্পিনারদের উপর হয়তো আস্থা নেই টিম ইন্ডিয়ার। একজনের তিনশোর বেশি উইকেট। অন্যজনের পাঁচশোর বেশি উইকেট সংখ্যা। দল নির্বাচন আমার পছন্দ হয়নি একদমই। আমি অশ্বিন বা সুন্দরের মধ্যে একজনকে দেখতে চেয়েছিলাম।''
