আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের পরে ভারতের চিন্তা আরও বাড়ল। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ফরম্যাটে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। পিঠের ব্যথায় কাবু বুমরা সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করেননি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে নজর রেখে ইংরেজদের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হবে ভারতের তারকা পেসারকে।
অত্যধিক বুমরা নির্ভর হওয়ার জন্যই তারকা ভারতীয় পেসার আজ বিপন্ন বলে মনে করেন ভাজ্জি। টিম ম্যানেজমেন্টকে দুষে ভাজ্জি বলেছেন, ''বুমরার কোমরটাই তো তোমার ভেঙে দিয়েছ। আখের থেকে রস শুষে যেমন ছিবড়ে করে ফেলা হয়, তেমনই করা হয়েছে বুমরার সঙ্গে। ট্রাভিস হেড এসেছে, ওকে বল দিয়েছো। মারনাস লাবুশেন এসেছে বুমরার হাতে বল তুলে দেওয়া হয়েছে। স্টিভ স্মিথ এসেছে বল দেওয়া হয়েছে বুমরাকে।''
ভাজ্জি আরও বলেন, ''কত ওভার বল করবে বুমরা? ওকে ওভারের পর ওভার করিয়ে এমন হাল করা হয়েছে যে শেষে আর বল করার মতো অবস্থাই থাকল না। বুমরা থাকলে অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট হয়তো জিত কিন্তু আটটা উইকেট হারাত। তোমরা ওরা কোমর ভেঙে দিলে। টিম ম্যানেজমেন্টেরই তো স্থির করা উচিত কত ওভার বল করবে বুমরা।''
গৌতম গম্ভীরকে খোঁচা দিয়ে ভাজ্জি বলেছেন, ''রাহুল দ্রাবিড় যতক্ষণ ছিল, ততক্ষণ সব ঠিকই ছিল। ভারত বিশ্বকাপ জিতল, সব ঠিকঠাক ছিল। হঠাৎ কী হল?''
ভাজ্জি আরও বলেন, ''গত ছ'মাসে আমরা শ্রীলঙ্কার কাছে হার মেনেছি। নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছি। এবার অস্ট্রেলিয়ার কাছে ৩-১-এ হার মেনেছি। সব হঠাৎই খারাপ দিকে যেতে শুরু করল।''
