আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদি স্টেডিয়াম। গুজরাট টাইটানসের হোম গ্রাউন্ড। এখানেই আইপিএল ২০২৫ এর সাতটি হোম ম্যাচ খেলেছে গুজরাট। শুধু খেলাই নয়, স্টেডিয়াম পরিস্কার রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ফ্রাঞ্চাইজি।
২০২৫ সালে সাতটি হোম ম্যাচে স্টেডিয়ামে জমে থাকা ৯৩৩৮৫ কিলোগ্রাম বর্জ্য পরিস্কার করেছে গুজরাট ফ্রাঞ্চাইজি। এই উদোগ ২০২৩ সাল থেকে নিয়েছিল গুজরাট। আর ২০২৪ সালে মোট ১ লক্ষ ৪ হাজার ৭৭৭ কিলোগ্রাম বর্জ্য পরিস্কার করেছে তারা।
প্রসঙ্গত, ১ লক্ষ দর্শকাসনবিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম। আর বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
চলতি বছরে এখনও অবধি বর্জ্য সংগ্রহের মধ্যে রয়েছে ৮৩ হাজার ৭৬১ কিলোগ্রাম শুকনো বর্জ্য। আর তরল বর্জ্য রয়েছে ৯৬২৪ কিলোগ্রাম। এই সমস্ত বর্জ্য রিসাইকেলিং করে পুর্নব্যবহারের উপযোগী করে তোলা হবে।
নেপ্রা রিসোর্ট ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছে গুজরাট ফ্রাঞ্চাইজি। ফ্রাঞ্চাইজির সিওও কর্নেল অরবিন্দর সিং বলেছেন, ‘সমাজকে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখা আমাদের কাজ। সেই কাজটাই বছরের পর বছর ধরে করে চলেছে গুজরাট ফ্রাঞ্জাইজি। আগামীতেও করবে।’
