আজকাল ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান। শনিবার মাঝরাতেই কলকাতায় চলে এলেন গ্রেগ স্টুয়ার্ট। বৃষ্টিস্নাত রাতে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিল মোহনবাগান সমর্থকরা। তারকা ফুটবলারের আসার প্রহর গুনছিলেন তাঁরা। প্রায় একশো সমর্থক হাজির ছিল বিমানবন্দরে। স্টুয়ার্ট বিমানবন্দর থেকে বেরোতেই স্লোগান শুরু মোহনবাগান সমর্থকদের। তাঁকে সবুজ মেরুন উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। গায়ে জড়িয়ে দেওয়া হয় মোহনবাগানের পতাকা। বৃষ্টির রাতেও বিমানবন্দরে আবেগের উষ্ণতা। মধ্যরাতে সমর্থকদের এই উন্মাদনা দেখে অবাক স্কটিশ ফরোয়ার্ড। চোখে-মুখে ছিল বিস্ময়। হাসিমুখে, হাত তুলে থাম্বস আপ দেখাতে দেখাতে বিমানবন্দর ছাড়েন। গাড়িতে ওঠার আগে দর্শকদের সেলফির আবদারও মেটান বাগানের এই নবাগত বিদেশি।
বিদেশিদের মধ্যে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, টম অ্যালড্রেড ইতিমধ্যেই শহরে চলে এসেছে। মোহনবাগান দিবস থেকে শুরু হয়ে গিয়েছে নতুন মরশুমের প্রস্তুতি। আন্তোনিও হাবাসের উত্তরসূরি হোসে মোলিনা দলবল নিয়ে নেমে পড়েছেন। এবার শহরে চলে এলেন বাগানের চতুর্থ বিদেশি। স্টুয়ার্টের যোগদান নিঃসন্দেহে বাগানকে আরও শক্তিশালী করবে। মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল এবং লিগ শিল্ড জেতার অভিজ্ঞতা আছে তাঁর। স্ট্রাইকার ছাড়াও মাঝমাঠে সমান পারদর্শী। মুম্বইয়ের মাঝমাঠের চালনা শক্তি ছিলেন এই স্কটিশ ফরোয়ার্ড। তাঁর অন্তর্ভুক্তি বাগানকে আরও শক্তিশালী করবে। ডুরান্ড কাপের পরের ম্যাচই স্টুয়ার্টকে মাঠে দেখা যেতে পারে।
বিদেশিদের মধ্যে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, টম অ্যালড্রেড ইতিমধ্যেই শহরে চলে এসেছে। মোহনবাগান দিবস থেকে শুরু হয়ে গিয়েছে নতুন মরশুমের প্রস্তুতি। আন্তোনিও হাবাসের উত্তরসূরি হোসে মোলিনা দলবল নিয়ে নেমে পড়েছেন। এবার শহরে চলে এলেন বাগানের চতুর্থ বিদেশি। স্টুয়ার্টের যোগদান নিঃসন্দেহে বাগানকে আরও শক্তিশালী করবে। মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল এবং লিগ শিল্ড জেতার অভিজ্ঞতা আছে তাঁর। স্ট্রাইকার ছাড়াও মাঝমাঠে সমান পারদর্শী। মুম্বইয়ের মাঝমাঠের চালনা শক্তি ছিলেন এই স্কটিশ ফরোয়ার্ড। তাঁর অন্তর্ভুক্তি বাগানকে আরও শক্তিশালী করবে। ডুরান্ড কাপের পরের ম্যাচই স্টুয়ার্টকে মাঠে দেখা যেতে পারে।
