আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো এবারও ময়দানে পালিত হল গোষ্ঠ পালের জন্মদিন। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ময়দানে 'গোষ্ঠ পাল'এর মূর্তির পাদদেশে জমায়েত হয়েছিল প্রাক্তন ফুটবলার এবং তিন প্রধানের কর্তারা। সেখানেই চীনের প্রাচীর নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ১২৮তম জন্মদিবস পালন করা হয়। তাঁর মূর্তিতে মাল্যদান করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি। ছিলেন একঝাঁক প্রাক্তন ফুটবলার। এই তালিকায় ছিলেন শ্যাম থাপা, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সত্যজিৎ চ্যাটার্জি, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, কুন্তলা ঘোষদস্তিদার, শান্তি মল্লিক সহ প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদরা। এছাড়াও ছিলেন প্রাক্তন বিলিয়ার্ডস প্লেয়ার মনোজ কোঠারিও।
ফুটবলারদের পাশাপাশি হাজির ছিলেন কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের কর্তারা। হাজির ছিলেন আইএফএর কর্মকর্তারাও। বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি নিয়েছে প্রাক্তন ফুটবলাররা। স্লোগান, 'ময়দানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর।' দুপুর তিনটে থেকে হবে এই কর্মসূচি। উপস্থিত থাকবে প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদরা।
