আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের সঙ্গে বলিউডের মেলবন্ধন নতুন নয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার অভিযান শুরুর ঠিক আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানানোর জন্য বলিউডের সাহায্য নিল গুগল। অভিনব কায়দায় রোহিত অ্যান্ড কোম্পানিকে শুভেচ্ছা জানানো হল। নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইটারে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে করণ জোহরের সিনেমা 'কভি খুশি কভি গম' এর একটি দৃশ্য পোস্ট করা হয়েছে। যেখানে হাতে বরণের থালা এবং প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছেন জয়া বচ্চন। সেই ক্যাপশনে লেখা হয়, 'টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। বলে দিয়েছি, মানে বলে দিয়েছি।' অর্থাৎ, সিনেমার একটি ডায়লগ প্রয়োগ করা হয় এই ক্ষেত্রে।
ছবির ক্যাপশনে আরও লেখা হয়, 'আমি আবার অপেক্ষা করছি, ১২ বছর পর।' এর সঙ্গে ভারতের একটি মিল রয়েছে। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এমএস ধোনির দল। আবার ১২ বছর পর আইসিসির মার্কি টুর্নামেন্ট জেতার হাতছানি। সবচেয়ে বেশিবার ফাইনালে উঠেছে ভারত। চারবার ফাইনালে খেলে টিম ইন্ডিয়া। তারমধ্যে ২০১৩ এবং ২০০২ সালে চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার। ২৩ ফেব্রুয়ারি মহারণ। যার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। রোহিতদের গ্রুপের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রোহিত জানান, বাংলাদেশের বিরুদ্ধে নামার জন্য সম্পূর্ণ ফিট মহম্মদ সামি এবং কুলদীপ যাদব। এই দু'জনকেই সম্ভবত প্রথম একাদশে দেখা যাবে।
