আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নজির গড়লেন গঙ্গাদি তৃষা। ইতিহাসের প্রথম মহিলা ব্যাটার হিসেবে ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে তিন-তিনটি উইকেট নিলেন।

একসময়ে হ্যাটট্রিকের গন্ধ পাচ্ছিলেন তিনি। কিন্তু সেই হ্যাটট্রিক হয়নি। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভারতের মহিলা দল সুপার সিক্সে ১৫০ রানে হারাল স্কটল্যান্ডকে। দু' ওভার হাত ঘুরিয়ে ৬ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন তিনি। আবার ব্যাট হাতে ৫৯ বলে ১১০ রানে অপরাজিত থাকেন। 

ভারত প্রথমে ব্যাট করে এক উইকেট হারিয়ে ২০৮ রান করে। জবাবে স্কটল্যান্ড থেমে যায় মাত্র ৫৮ রানে। 

ভারতের রান তাড়া করার সময়ে সামি দু'বলে তুলে নেন ম্যাকেইরা ও পার্কারকে। কিন্তু হ্যাটট্রিক করতে দেননি কার্স্টি ম্যাককোল। তৃষার তিন উইকেট ছাড়াও বৈষ্ণবী শর্মা তিনটি ও আয়ুষী শুক্লা চারটি উইকেট নেন। 

ব্যাট করার সময়ে তৃষা ছাড়াও কমলিনী ৫১ রান করেন। তিনি ও তৃষা প্রথম উইকেটে ১৪৭ রান জোড়েন। সানিকা ছালকে চটজলদি ২০ বলে ২৯ রান করেন। ব্যাটসম্যানদের দৌরাত্ম্যের দিনে দেশের বোলাররাও দাপট দেখালেন।