আজকাল ওয়েবডেস্ক: ভারতের টেস্ট অধিনায়ক ও টি-টোয়েন্টি সহ-অধিনায়ক শুভমান গিল যোগ দিয়েছেন চেন্নাইয়ে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। জানা গিয়েছে, সেখানে নিজের ফিটনেস মূল্যায়ন ও আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণের প্রস্তুতির জন্য পরীক্ষা দেবেন তিনি। ভারতীয় দল আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে জমায়েত হবে। সেখানে ৯ সেপ্টেম্বর তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুখোমুখি হতে হবে। সম্প্রতি জ্বর ও সর্দি-কাশির কারণে গিল দলীপ ট্রফি কোয়ার্টারফাইনাল (ইস্ট জোন বনাম নর্থ জোন) মিস করেছিলেন। আগে নর্থ জোনের অধিনায়ক হিসেবে তাঁর নামই ঘোষণা করা হয়েছিল। তবে চণ্ডীগড়ে অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পর গিলের বেঙ্গালুরু হয়ে দুবাইতে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে খেলোয়াড়রা আলাদা আলাদা জায়গা থেকে দুবাইতে পৌঁছবেন। অন্যবারের মতো মুম্বইয়ে পুরো দল একসঙ্গে একত্রিত হচ্ছে না এবারে। শুভমান গিলের পাশাপাশি উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মাও টুর্নামেন্টে আগে চূড়ান্ত প্রস্তুতির জন্য সেন্টার অফ এক্সেলেন্সে উপস্থিত হয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে পিটিআই সূত্রে জানা গিয়েছে, যশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরও বাধ্যতামূলক প্রি-সিজন পরীক্ষার জন্য সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেবেন। অন্যদিকে, দলীপ ট্রফির সেমিফাইনালে শার্দুল ঠাকুর ওয়েস্ট জোনের নেতৃত্ব দেবেন, আর যশস্বী জয়সওয়াল এবার ওয়াশিংটন সুন্দর। যারা এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় আছেন, তারা মরশুমের শেষ চারটি ম্যাচে অংশ নেবেন।

তাছাড়া এশিয়া কাপের দলে থাকা কয়েকজন খেলোয়াড়, যেমন অর্শদীপ সিং, হর্ষিত রানা (নর্থ জোন) ও কুলদীপ যাদব (সেন্ট্রাল জোন) ইতিমধ্যেই দলীপ ট্রফি কোয়ার্টারফাইনালে খেলে তারপর দুবাই যাবেন বলে জানা গিয়েছে। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটাররা তাদের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাই পৌঁছবেন বলে জানা গিয়েছে। দলের সকলে একসঙ্গে মুম্বই হয়ে রওনা দিচ্ছেন না। জানা গিয়েছে, লজিস্টিকসের সুবিধা এবং খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘সব ক্রিকেটার ৪ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে দুবাই পৌঁছে যাবে এবং প্রথম নেট সেশন হবে ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে। লজিস্টিকসের সুবিধার কারণে খেলোয়াড়রা তাদের নিজ শহর থেকে সরাসরি দুবাই ফ্লাইটে আসবেন’।

ওই কর্মকর্তা জানান, ‘কেউ কেউ মুম্বই থেকে আসবেন, কিন্তু বাকি খেলোয়াড়দের মুম্বই আসার পরে দুবাই যাওয়া অযৌক্তিক। তাছাড়া, দুবাইয়ের ফ্লাইট অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের তুলনায় সংক্ষিপ্ত’। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে ওমান (১৯ সেপ্টেম্বর)। এরপর সুপার ফোর পর্যায় শুরু হবে। এশিয়া কাপের জন্য স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে, অর্শদীপ সিং ও হর্ষিত রানা নর্থ জোনের হয়ে দলীপ ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলে যাচ্ছেন, আর কুলদীপ যাদব সেন্ট্রাল জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবেন। তবে স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণা বা ওয়াশিংটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে নেট বোলার হিসেবে দুবাই যাবেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।