আজকাল ওয়েবডেস্ক: বুধবার ১১ জুন থেকে লর্ডসে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ধারাভাষ্যকারদের তালিকায় কারা থাকবেন তা মঙ্গলবার জানিয়ে দিল আইসিসি।
খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ও জিও হটস্টারে। ধারাভাষ্যকারের তালিকায় আছেন রবি শাস্ত্রী, কেভিন পিটারসেন, স্টুয়ার্ট ব্রড, গ্রেম স্মিথ। এছাড়াও থাকছেন ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, নাসের হুসেন, দীনেশ কার্তিক, ম্যাথু হেডেন, শন পোলক, মেল জোনস।
গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়েছিল ২০৯ রানে। তার আগেরবার নিউজিল্যান্ড। দু’বারই রানার্স হয়েছিল ভারত। এবার আর টিম ইন্ডিয়া ফাইনালে উঠতে পারেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার ট্রফিতে হারই ভারতকে ছিটকে দেয় ফাইনাল থেকে।
এবার ফাইনালে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। যারা বরাবরই বড় মঞ্চে চোকার্স তকমা পেয়ে এসেছে। কিন্তু এবার পরিস্থিতি ঘোরাতে মরিয়া টেম্বা বাভুমারা। দলের নির্ভরযোগ্য ব্যাটার এইডেন মার্করাম বলেছেন, ‘শুরুটা ভাল হতে হবে। প্রতিটা সেশন গুরুত্বপূর্ণ। প্রথম বল থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে।’ এরপরই মার্করামের সংযোজন, ‘ব্যাটিংয়ের শুরু থেকেই থাকতে হবে সজাগ। দলকে ভাল শুরু এনে দিতে হবে। এটা মাথায় রাখছি যে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলতে হবে। কাজটা সহজ নয়।’ নিজের ফর্ম নিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে ভাল শেপে আছি। যদিও আইপিএল সম্পূর্ণ ভিন্ন ফর্ম্যাট। আর লাল বলের ক্রিকেট একদম ভিন্ন।’
