আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হওয়ার পরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে পরামর্শ প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলির। আকিব জাভেদের দর্শন মেনে চলুক গম্ভীর, তাহলেই সাফল্য আসবে। 

বাসিত বলছেন, ''আকিবের দর্শন মেনে চলার এটাই সেরা সময়। আকিব বলে থাকে, ক্রিকেটকে সম্মান করো, যে ক্রিকেটকে সম্মান করবে না, সে টাটা গুড বাই।'' 

পাকিস্তানের কোচের চেয়ারে বসেছেন প্রাক্তন পেসার আকিব জাভেদ। তিনি দায়িত্ব গ্রহণ করার পরই তারকা সংস্কৃতির অবসান ঘটিয়েছেন। তাঁর দলে সবাই সমান। কেউ যদি মনে করেন, এই দলে তিনিই গুরুত্বপূর্ণ, তাহলে সেটা তাঁর ভুল। 

এদিকে অস্ট্রেলিয়ায় সিরিজ হারের পরে সুনীল গাভাসকর থেকে  শুরু করে হরভজন সিং সোচ্চার হয়েছেন তারকা সংস্কৃতি বন্ধ করার জন্য। 

দলের দুই প্রধান তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যর্থ হওয়ায় লিটল মাস্টার বলেছেন, ''আগামী ৮-১০ দিন ভারতের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ।  বিশেষ করে তারকা সংস্কৃতি বন্ধ করতে হবে। ভারতীয় ক্রিকেটের প্রতি পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। চিকিৎসাগত জরুরি বিষয় না হলে প্রত্যেক ক্রিকেটারকে পূর্ণ সময় দলের জন্য নিবেদিত থাকতে হবে। কেউ যদি পূর্ণ দায়বদ্ধ না থাকে, তাহলে দলে নেওয়াই উচিত নয়।'' 

ওয়াকিবহাল মহল মনে করছে, লিটল মাস্টারের এহেন বক্তব্য কোহলি-রোহিতকে নিশানা করেই। দ্বিতীয় সন্তান জন্মের পরে পরিবারের পাশে থাকার জন্য পারথ টেস্টে খেলেননি রোহিত শর্মা। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেননি কোহলিও। 

গাভাসকর বলছেন, ''আমাদের এমন খেলোয়াড় দরকার নেই, যারা কিছুটা এখানে কিছুটা ওখানে। প্রশ্রয় দেওয়া বন্ধ করার সময় এসেছে। দলের সাম্প্রতিক ফল অত্যন্ত  হতাশাজনক। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।''