আজকাল ওয়েবডেস্ক: প্রেমের কোনও বয়স নেই। এটা আরও একবার প্রমাণ করলেন ললিত মোদি। প্রেম দিবসে নিজের নতুন প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন আইপিএলের প্রথম চেয়ারম্যান। আইপিএলের জন্মদাতা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, আবার ভালবাসা খুঁজে পেয়েছেন। নিজের নতুন প্রেমিকা, রিমা বৌরীর সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ইনস্টাগ্রামেও নিজেদের একাধিক ছবি পোস্ট করেন ললিত মোদি। জানান, তাঁদের ২৫ বছরের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে। ছবির ক্যাপশনে ৬১ বছরের প্রাক্তন আইপিএল চেয়ারম্যান লেখেন, 'একবার ভাগ্যবান - হ্যাঁ। তবে আমি দু'বার ভাগ্যবান। যখন ২৫ বছরের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। আমার সঙ্গে দু'বার হয়েছে। আশা করব, আপনাদেরও তাই হবে। সবাইকে প্রেম দিবসের শুভেচ্ছা।' সেই পোস্টে পাল্টা প্রতিক্রিয়া দেন মোদির প্রেমিকা। রিমা লেখেন, 'তোমাকে আরও ভালবাসি।' তার উত্তরে আবার মোদির জবাব 'আমার চিরকালের ভালবাসা।'
লিঙ্কডইন প্রোফাইলের ভিত্তিতে জানা যাচ্ছে, রিমা লেবাননের একজন স্বাবলম্বী কনসালট্যান্ট। যার মার্কেটিং ব্যাকগ্রাউন্ড রয়েছে। এর আগে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়ান ললিত মোদি। বলিউডের অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় নিজের 'বেটার হাফ'ও লিখেছিলেন। দু'জনের একাধিক ছবিও ছিল ইনস্টাগ্রামে। সেই নিয়ে জল্পনার সৃষ্টি হয়। তারপর মোদি টুইট করে জানান, 'বিয়ে করেননি তাঁরা। শুধু ডেট করছেন। বিয়েও হয়তো একদিন হবে।' এর আগে মিনাল সংগ্রাণীর সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। তাঁদের ২৭ বছরের দাম্পত্য জীবন ছিল। ২০১৮ সালে ক্যান্সারে মৃত্যু হয় মোদির স্ত্রীর। তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০১০ সালে ভারত ছাড়েন মোদি। তারপর থেকে লন্ডনেই বসবাস করেন। আরও একবার বসন্ত এল আইপিএলের জন্মদাতার জীবনে।
