আজকাল ওয়েবডেস্ক: হেডিংলির জোড়া সেঞ্চুরির পরে মেঘের উপর দিয়ে হাঁটছেন ঋষভ পন্থ। গ্রেগ চ্যাপেল বলছেন, ক্রিকেটকে নতুন করে আবিষ্কার করেছেন পন্থ।
সেই তারকা উইকেট কিপার-ব্যাটার প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন আবার আরও এক ধাপ উঠে বলছেন, পন্থের তুলনা হতে পারে বিরাট কোহলির সঙ্গে।
অশ্বিনের এমন প্রশংসা শুনে অনেকেরই হয়তো মনে হবে বাড়াবাড়ি করে ফেলেছেন প্রাক্তন অফ স্পিনার। কিন্তু অশ্বিনের যুক্তি, ''ঋষভ পন্থের সঙ্গে তুলনা হতে পারে বিরাট কোহলির। পন্থ এখন মূলধারার ব্যাটসম্যান। ওর হাতে অনেক সময় রয়েছে। বিশেষ ব্যাটসম্যানদের মধ্যে কিছু গুণ থাকে। বল তাড়াতাড়ি ধরার দক্ষতা আছে। দ্রুত লাইন-লেন্থ বেছে নেয়। দারুণ পজিশনে পৌঁছে যায়। ঋষভ পন্থ সেই বিরল খেলোয়াড়দের মধ্যে একজন যার এই বিশেষ দক্ষতা আছে।''
প্রথম টেস্টের দুই ইনিংসেই ধসে গিয়েছে ভারতের ব্যাটিং। অশ্বিনের পরামর্শ, ''ভারতীয় দলকে ব্যাটিংয়ের একটা বিষয়ের উপরে মনোযোগ দেওয়া উচিত। প্রতিটি ইনিংসে ব্যাটিংয়ের সময় বাড়াতে হবে। আমি রান বাড়ানোর কথা বলছি না। ইংল্যান্ডের ফিল্ডিংয়ের সময় বাড়িয়ে তাদের মাঠে রাখার সময় বাড়িয়ে দিতে হবে। এই ইংল্যান্ড দলটি প্রকাশ্যেই ঘোষণা করেছে যে টার্গেট যাই হোক না কেন, তারা রান তাড়া করবে। ফলে ওদের বড় টার্গেট দিতে হবে এবং সময় কম দিতে হবে।''
