আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন। বললেন, ''কারও বাবার যদি ক্ষমতা থাকে, তাহলে রোহিত আর বিরাটকে আটকে দেখাক।'' নভজ্যোৎ সিং সিধু আবেগ নির্ভর কথা বলেন। ধারাভাষ্য দেওয়ার সময়ে তিনি এতই প্রবাদ-প্রবচন ব্যবহার করতেন যে শ্রোতারা একসময়ে বলেছিলেন, ক্রিকেট-ধারাভাষ্য নয়, মনে হয় যেন ইংরেজি গ্রামারের ক্লাস করছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হতে চলেছে। সবাই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখার জন্যই অপেক্ষা করছেন। সিধু নিজেও অপেক্ষারত। তাঁর মতে, রোহিত ও কোহলি জুটি ভারতীয় ক্রিকেটকে নতুন রূপ দিয়েছে, শিখিয়েছে শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং জয়ের মনোভাব সবার মধ্যে প্রবেশ করিয়েছেন। দুই মহাতারকার অবদানকে সিধু ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। জোর দিয়ে বলেছেন যে বিরাট ও রোহিতের তৈরি করে দেওয়া উচ্চ মান আগামী কয়েক দশক ধরে ভারতীয় ক্রিকেটারদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে। 

আরও পড়ুন: 'ক্রিকেটার না হলে ব্যবসায়ী হতাম, প্রচুর টাকার মালিক হতাম', অবসরের বড় ইঙ্গিত দিলেন সূর্য ...

সিধু দুই প্রাক্তন ভারত অধিনায়ককে সূর্যের সঙ্গে তুলনা করেছেন, যাঁদের তেজ-দীপ্তি অনস্বীকার্য। তিনি যুক্তি দিয়ে বলেছেন যে কোহলি এবং রোহিতের উপস্থিতি এবং পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটকে এমনভাবে আলোকিত করেছে যা খেলার ইতিহাসে খুব কম লোকই তুলনা করতে পারেন। সিধুর মতে, এবারের অস্ট্রেলিয়া সিরিজেও কোহলি ও রোহিতকে থামানোর ক্ষমতা কারও নেই।  

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে উড়ে গেলেন বিরাট-রোহিতরা। গৌতম গম্ভীর কিন্তু রোহিতদের সঙ্গে যাননি। অজি অধিনায়ক প্যাট কামিন্সের মনে হচ্ছে, এটাই দুই তারকার শেষ অস্ট্রেলিয়া সফর।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে ক্রিকেটারদের ছড়াছড়ি ছিল। রোহিতবিরাটরা তো ছিলেনই, পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রসিদ্ধ  কৃষ্ণা-সহ অনেকেই অস্ট্রেলিয়ায় উড়ে যান। সাপোর্ট স্টাফদের কয়েকজনও ছিলেন। প্রচুর ভক্ত জড়ো হন বিমানবন্দরে। 

১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। যা নিয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বলছেন, ‘''গত ১৫ বছরে ভারত যতবার সফরে এসেছে, ততবার রোহিতবিরাটরা এসেছে। ফলে এটাই সম্ভবত শেষবার যে অস্ট্রেলিয়ার জনতা দু’‌জনকে এখানে খেলতে দেখবে। ওরা দু’‌জনেই চ্যাম্পিয়ন ক্রিকেটার। যখনই ওরা এখানে খেলেছে, ততবার সমর্থকরা ওদের পাশে থেকেছেন।'' কামিন্স অবশ্য চোটের জন্য খেলতে পারছেন না এই সিরিজে। সেটা নিয়ে আফশোসও রয়েছে। কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

আরও পড়ুন: দু'দশক পরে কমনওয়েলথ গেমস ফিরছে ভারতে, আয়োজন করবে আহমেদাবাদ