আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিল ও রবীন্দ্র জাদেজার কৌশলের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিজয় ভরদ্বাজ। লর্ডস টেস্টে ভারত ২২ রানে হার মেনেছে। রবীন্দ্র জাদেজা দুই টেলএন্ডার মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহর সঙ্গে লড়ে গিয়েছেন। কিন্তু জাদেজার মন্থর এবং অতি রক্ষণাত্মক ভঙ্গি নিয়ে উঠেছে প্রশ্ন। ভরদ্বাজ বলছেন, ''আমার মনে হয় কৌশলে সমস্যা ছিল। শুভমান গিল কীভাবে বলতে পারেন যে আমরা জাদেজাকে তার খেলার পরিকল্পনা তার ইচ্ছামতো তৈরি করার জন্য ছেড়ে দেব? যদি সে ঠিকঠাক করছিল তবে ঠিক আছে। ও রান করার চেষ্টা করেনি।''
কিছু কিছু ক্ষেত্রে জাদেজা স্ট্রাইক দিয়েছেন দুই টেলএন্ডারকে। ভরদ্বাজ বলেছেন, ''বুমরাহকে স্ট্রাইক দেওয়ার অর্থ কী? বুমরাহ ও সিরাজ আউট হয়ে গেল অথচ জাদেজা নট আউট। এটা মানা যায় না। যদি ৫০ বা ২০০ করতে না পেরে আউট হয়ে যেত, তাহলে বলার কিছু ছিল না। জাদেজা তো সেট হয়ে গিয়েছিল। ও যদি রান করতে গিয়ে আউট হয়ে যেত তাহলে আমরা বলতাম, ঠিক আছে চেষ্টা করেছে।''

আরও পড়ুন: ভাগ্যের সাহায্য না পেয়ে ব্যর্থ তারকা ভারতীয়, শিষ্যের পাশে দাঁড়াচ্ছেন কোচ
ভরদ্বাজের মতোই জাদেজার কৌশলের সমালোচনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। লর্ডস টেস্টে হারের পিছনে দায়ী কে? ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর কাঠগড়ায় দাঁড় করালেন রবীন্দ্র জাদেজাকে। ২০১৯ বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার সময়ে রবীন্দ্র জাদেজার তীব্র সমালোচনা করেছিলেন মঞ্জরেকর। লর্ডস টেস্টে ভারতের হারের পরে মঞ্জরেকরের নিশানায় সেই জাদেজা।
জাদেজার সঙ্গে জুটি বাঁধেন দুই টেল এন্ডার--জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তাঁরা মরিয়া হয়ে লড়েন। কিন্তু জাদেজার কাছ থেকে আরও আগ্রাসী ব্যাটিং প্রত্যাশা করেছিলেন অনেকে। জাদেজা প্রত্যাশা পূরণে ব্যর্থ।

মঞ্জরেকর বলছেন, ''দেওয়াললিখন স্পষ্ট, ভারত ম্যাচটা হারবে। এই হারের কারণ হতে পারে রবীন্দ্র জাদেজা। দীর্ঘক্ষণ ধরে ও রক্ষণাত্মক নীতি অবলম্বন করে। জাদেজার খেলা দেখে মনে হচ্ছে না ও ঝুঁকি নিতে চায় বা ভারতকে জয় এনে দিতে চায়। ওয়েটিং গেম খেলছে জাদেজা। জাদেজা ও বুমরাহর পার্টনারশিপে স্টার একজনই-- সে হল বুমরাহ। ১ ঘণ্টা ৪০ মিনিটের কাছাকাছি ব্যাটিং করেছে বুমরাহ। বিশেষ করে সেই সব বোলারদের বিরুদ্ধে, যারা বাউন্সার দিচ্ছিল। বুমরাহ বোলিংয়ে সেরা সবাই জানে কিন্তু মানসিক দিক থেকেও ও যে সমান শক্তিশালী, তা প্রমাণিত।''
মঞ্জরেকরের মতোই বক্তব্য় রেখেছেন প্রাক্তন ক্রিকেটার সুরিন্দর খান্না। তিনি মনে করেন জাদেজার আগ্রাসী মনোভাব দেখানো উচিত ছিল। তিনি বলেন,জাদেজার এই ইনিংস কেউ মনে রাখবেন না। কারণ নায়কদের কথাই সবাই মনে রাখেন।

সুরিন্দর খান্না বলেন, ''আমাদের এমন কোনও ব্যাটার নেই যে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। ও যখন সেট হয়ে গিয়েছিল, তখন আরও রান করতেই পারত। বল যখন নরম হয়ে গিয়ছিল, তখন বুমরাহ, সিরাজ রান করতে পারছিল না। এই সময়ে জাদেজা ম্যাচ জিতিয়ে নায়ক বনে যেতে পারত। মানুষ কিন্তু ভুলে যাবে জাদেজার এই ইনিংস।''
লর্ডস টেস্ট এক ইনিংসে ফয়সলা হয়েছে। প্রথম ইনিংসে দুটি দলই ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংস পার্থক্য গড়ে দিল। সুরিন্দর খান্না বলেন, ''এই স্কোর জটিল। যখন স্কোর বেশি হয়, তখন খেলোয়াড়রা সতর্ক থাকে। ইংল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা আর্চারকে এনে নিজেদের পরিকল্পনা সফল করে। উভয় পক্ষের কাছ থেকে নেওয়ার মতো খুব কমই জিনিস ছিল।''
