আজকাল ওয়েবডেস্ক: টেস্ট থেকে বিরাট কোহলির আকস্মিক অবসরের পর সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বার্তা আসছে। নেট‌মাধ্যমে একের পর এক আবেগঘন পোস্ট। টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর এবার কোহলিকে নিয়ে আবেগঘন পোস্ট নভজোৎ সিং সিধুর।‌ নিজের সোশ্যাল মিডিয়ায় তারকা ক্রিকেটারকে লাল বলের ক্রিকেট থেকে বিদায় জানান। নিজের এক্স হ্যান্ডেলে সিধু লেখেন, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। ধন্যবাদ বিরাট কোহলি। বিশ্বক্রিকেটে তুমি এক কাপ আনন্দ। ওর সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না। তাই এই নিয়ে চিন্তা করে লাভ নেই।' 

কোহলির অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। আইসিসি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখে, 'সাদা সরে গেল। তবে মুকুট অটুট। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাল। রেখে গেল ঐতিহ্যকে।' বিরাটের এককালীন সতীর্থ, ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সুরেশ রায়না বলেন, 'তোমার ক্রিকেটের প্রতি টান এবং টেস্ট ক্রিকেটে নেতৃত্ব অসংখ্য মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। ভালবাসা এবং সম্মান নিও। সরে যাচ্ছো দেখে খুবই দুঃখ হচ্ছে।' কোহলিকে শুভেচ্ছা জানান ইউসুফ পাঠানও। লেখেন, 'দুর্দান্ত টেস্ট কেরিয়ারের জন্য বিরাটকে শুভেচ্ছা। সাদায় আমাদের একাধিক উল্লেখযোগ্য মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।' চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি‌ও কোহলিকে আগামীর জন্য শুভেচ্ছা জানায়।