আজকাল ওয়েবডেস্ক: সবাইকে স্বস্তি দিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। 

হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাম্বলিকে হাসপাতালে ভর্তি করতে হয় ২১ ডিসেম্বর। সেই কাম্বলিকে এদিন ছেড়ে দিল হাসপাতাল। তাঁর পরনে ছিল ভারতের ওয়ানডে দলের নতুন জার্সি। ব্যাট হাতে কয়েকটা শট নিতেও দেখা গিয়েছে কাম্বলিকে। তাঁর ব্যাটিং দেখে ভক্তরা হাততালি দিয়েছেন। 

হাসপাতাল থেকে বেরনোর সময়ে কাম্বলি বলেছেন, ''শিবাজি পার্কের মানুষদের আমি দেখাব বিনোদ কাম্বলি ক্রিকেট  ছাড়েনি। হাসপাতালে আমাকে বেশ ভাল  ক্রিকেট প্র্যাকটিস করিয়েছে ওরা। আমি কেবল চার আর ছক্কা মেরেছি।'' নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কাম্বলি বলেছেন, '' নতুন বছরের শুভেচ্ছা রইল। কেউ মদ্যপান করবেন না। জীবনকে উপভোগ করুন।'' 

সোশ্যাল মিডিয়ায় কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিওয় দেখা গিয়েছে, হাসপাতালে 'চক দে'র তালে তালে নাচছেন বিনোদ কাম্বলি। তিনি যে সুস্থ হয়ে উঠছেন, তার প্রমাণ সেই ভিডিও। নতুন বছরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কাম্বলি। 

দেশের হয়ে ১৭টি টেস্ট ম্যাচ ও ১০৪টি ওয়ানডে খেলেছেন কাম্বলি। তাঁকে আর্থিক সাহায্য করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে সাংসদ শ্রীকান্ত শিন্ডে। কাম্বলির চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয়েছে। হাসপাতালে গিয়ে কাম্বলির শারীরিক অবস্থার খোঁজ নেন শিন্ডেরা।