আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে মুখ খুললেন দেশের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। 

ধোনির নেতৃত্বে ভারত ২০১১ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে ভারত বিশ্বজয় করে। 

ধোনিকে মাঠের ভিতরে কখনও চিৎকার করতে দেখেননি ধাওয়ান। ধোনি কম কথা বলতেন, কিন্তু তাঁর ঠাণ্ডা মাথার নেতৃত্ব ভারতকে একের পর এক ম্যাচ জেতাত। ধাওয়ান বলছেন, ''প্রত্যেকের চরিত্র ভিন্ন। স্বাভাবও আলাদা। ধোনি খুব রিল্যাক্স থাকত। খুব বেশি কথা বলত না। ম্যাচের আগে সব অধিনায়কই কথা বলেন। ধোনি বলত না। খেলার শেষেও কথা বলত না। মিটিংয়ে অবশ্য ধোনি বক্তব্য রাখত। ধোনি ভাইয়ের উপস্থিতি ছিল খুব শক্তিশালী। ওর প্রচুর অভিজ্ঞতা। প্রায় সবই জেতা হয়ে গিয়েছে। আমি কখনও ধোনি ভাইকে চিৎকার করতে দেখিনি। শান্ত থাকত। কিন্তু ওর চোখের দিকে তাকালে ভয় লাগত।'' 

বিরাট কোহলি সম্পূর্ণ অন্য ধরনের অধিনায়ক। তাঁর সময়েই আগ্রাসী ভারতকে দেখা গিয়েছে মাঠের ভিতরে। কোহলির ক্যাপ্টেন্সিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে ধাওয়ানের। তিনি বলছেন, ''বিরাটের তীব্রতা অনেক বেশি। এনার্জি লেভেলও বেশি। দলের ফিটনেসের সংস্কৃতি বদলে দিয়েছে বিরাট। সবাইকে ফিট হতে হবে, এটাই দলের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে বিরাট। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে কালক্রমে পরিণত হয়ে উঠেছে ও। '' 

কোহলির নেতৃত্বে ভারত আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষে উঠেছিল। অক্টোবরের ২০১৬ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত ভারত একনম্বরেই ছিল।