আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন। দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে বলেছেন, মাহি তাঁকে পছন্দ করতেন না।
২০১৫ সালের জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা মনোজ বিশ্বাস করেন দেশের তদানিন্তন অধিনায়কের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের কাছ থেকে যথেষ্ট সমর্থন তিনি পাননি। ধোনির সমর্থন থাকলে ভারতের হয়ে খেলার আরও সুযোগ তিনি পেতেই পারতেন।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসেছিল। সেই সিরিজে মনোজ পঞ্চম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিততে সাহায্য করেছিলেন। পরবর্তী ওয়ানডে তিনি খেলেন ২০১২ সালের জুলাই মাসে। সেই ম্যাচে চার উইকেট নেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৬ উইকেটে জেতে। ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে গেলেও মনোজ তিওয়ারি দাবি করেন তিনি কখনও ধোনির কাছ থেকে সমর্থন পাননি। তিওয়ারির দাবি, ধোনি তাঁর পছন্দের ক্রিকেটারদের সমর্থন করেছিলেন। মনোজ বলছেন, ''সবাই এমএসকে পছন্দ করে এবং তা তাঁর নেতৃত্বের জন্য। ধোনির নেতৃত্ব সর্বত্র সমাদৃত। আমিও তার প্রশংসা করি। কিন্তু আমার ক্ষেত্রে...এই প্রশ্নের জবাব আমি ঠিক দিতে পারব না। ধোনি-ই একমাত্র ব্যক্তি যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু আমার মনে হয় ধোনি কয়েকজনকে বেশি পছন্দ করত এবং সেই সময়ে তাদের পাশেই দাড়িয়েছিল, তারাই সুযোগ বেশি পেয়েছিল। অনেকেই এবিষয়ে জানেন কিন্তু সবাই এগিয়ে এসে এব্যাপারে কথা বলেন না। ক্রিকেটে পছন্দ এবং অপছন্দের একটা ব্যাপার থাকে। তাই আমি ধরেই নিয়েছি ধোনি হয়তো আমাকে পছন্দ করত না।"
ধোনির সিদ্ধান্ত অবাক করে মনোজকে। তিনি মনে করেন যথেষ্ট দক্ষতা এবং পারফরম্যান্স দেখানো সত্ত্বেও ধোনির কাছ থেকে তিনি সমর্থন পাননি। মনোজ বলেন, "আমি মনে করি এমএস ধোনি, ডানকান ফ্লেচার এবং নির্বাচকরা এর উত্তর দিতে পারবেন। এখনও পর্যন্ত, আমি এর কোনও জবাব পাইনি। তাছাড়া, সেই সময়ে কোচ, নির্বাচক বা অধিনায়ক আমাকে ফোন করে এই প্রশ্নের উত্তর দেবে এমনটাও পরিস্থিতি ছিল না।। তবে আমি আগেও বলেছি যে ধোনির সঙ্গে দেখা হলে অবশ্যই আমি জিজ্ঞাসা করব যে ১০০ রান করার পরেও আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি, তার কারণ কী?''
যদিও ধোনির নেতৃত্ব নিয়ে শ্রদ্ধাশীল মনোজ। তিনি মনে করেন সেই সময়ে বাকিদের মতো তিনিও যদি ধোনির সমর্থন পেতেন তাহলে তাঁর কেরিয়ার ভিন্ন পথে যেতে পারত। মনোজ আরও বলেন, "আমি কেবল আমার অভিজ্ঞতাই শেয়ার করতে পারি, আমার সঙ্গে কী ঘটেছে, সেটাই বলতে পারি।''
ভারতীয় দলের উন্নতি, ভারতীয় দলের পরিবর্তনের পিছনে ধোনির ভূমিকা অনস্বীকার্য। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সুরেশ রায়নার মতো খেলোয়াড়দের সমর্থন করে গিয়েছেন ধোনি। উল্লেখ্য, মনোজ তিওয়ারি ১২টি ওয়ানডে খেলে ২৬.০৯ গড়ে ২৮৭ রান করেছিলেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং একটি পঞ্চাশ ছিল। ৩টি টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সুযোগ সীমিত ছিল। মাত্র ১৫ রান করেছিলেন তিওয়ারি। ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও মনোজ তিওয়ারি জাতীয় দলের হয়ে কোনওদিন টেস্টে খেলেননি।
