আজকাল ওয়েবডেস্ক: ৪৩৬ দিন পরে মহম্মদ সামির প্রত্যাবর্তন ঘটল জাতীয় দলের জার্সিতে। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া প্রশ্ন তুললেন, সত্যিই কি সামি ফিরে এলেন?
প্রত্যাবর্তনের ম্যাচে সামিকে তিন ওভার দেওয়া হয়েছে। চার ওভার করতে দেওয়া হয়নি তারকা পেসারকে। আর পুরো কোটা করতে না দেওয়ায় অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্তের সমালোচনা করেছেন আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ''সামি ফিরে এসেছে। আমরা সবাই দেখেছি সামি বল করেছে। কিন্তু সত্যিই কি সামি ফিরে এসেছে। এটাই সব চেয়ে বড় প্রশ্ন। মাঠে সামি বল করতে আসায় সবাই খুশি হয়েছেন। কিন্তু এটাই সব নয়। ৪৩৬ দিন পরে প্রত্যাবর্তন ঘটেছে সামির। কিন্তু ওকে যদি পুরো ব্যবহারই না করা হয়, তাহলে আর কী হল।''
সামিকে তিন ওভার বল করতে দেওয়া হয়েছে। তিন ওভারে সামি ২৫ রান দেন। কিন্তু উইকেট নিতে পারেননি। সামির প্রত্যাবর্তনের ম্যাচে বরুণ চক্রবর্তী পাঁচটি উইকেট নেন। ভারত ম্যাচটি হারে।
সূর্যর সিদ্ধান্তে অসন্তুষ্ট আকাশ চোপড়া বলছেন, ''অধিনায়ক সামিকে চতুর্থ ওভার করতে দেয়নি। শেষের দিকে কেবল একটা ওভার করতে দেওয়া হয় সামিকে। ক্যাপ্টেন ওকে দু'ওভার দিতেই পারত। কারণ সেই সময়ে ইংল্যান্ডের আট-ন'টা উইকেট চলে গিয়েছিল। এটাই সময় ছিল যখন বলা যেত ডেথ ওভারে তোমার উপরে কোনও চাপ নেই।''
