আজকাল ওয়েবডেস্ক: ফোন করে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেন না। তিনি নিজেও যে সবার সঙ্গে যোগাযোগ রাখেন এমন নয়।
কিন্তু বিরাট কোহলি জানিয়েছিলেন, জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত গ্রহণের পরে মহেন্দ্র সিং ধোনিই কেবল মেসেজ করেছিলেন তাঁকে।
অভিমানী বিরাটকে বলতে শোনা গিয়েছিল, অনেকের কাছে কোহলির ফোন নম্বর থাকলেও কেউ ভারত অধিনায়ককে আলাদা করে ফোন করেননি। কেবল ধোনি তাঁকে মেসেজ করেছিলেন। সেই পুরনো বিষয় নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি।
প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''এই প্রশ্ন আমাকে জিওহটস্টারের শোয়ে করা হয়েছে। আইপিএলের সময়ে আপনারা উত্তরটা দেখতে পাবেন। আমি কারওর সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না। কিন্তু যখন কারও দরকার, কাউকে প্রয়োজন হয়, সেই সময়ে একটা মেসেজই যথেষ্ট।''
ধোনি এককথায় বুঝিয়ে দিলেন কারও দরকারে তিনি আছেন।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন কোহলি। কয়েক সপ্তাহ পরে ওয়ানডের নেতৃত্বও যায় তাঁর। দক্ষিণ আফ্রিকা সফরের পরে টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দেন কোহলি।
