আজকাল ওয়েবডেস্ক: কারও কাছে তিনি প্রাণোচ্ছ্বল, আবার কারও কাছে ভ্রাতৃসম। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর সবাইকে একপ্রকার অবাক করে দিয়ে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
দীর্ঘসময় ধরে ভুগছিলেন তিনি। এদিন দিল্লির ম্যাক্স হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এল কলকাতা ময়দানে। মোহনবাগান জার্সিতে তাঁর সময় ফুটে উঠল প্রাক্তনদের স্মৃতিচারণে। সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত স্মৃতিচারণ করে বলছিলেন, ''প্রাণোচ্ছ্বল ছেলে ছিল ঋষি কাপুর। অকালেই চলে গেল। খুবই খারাপ খবর।''
ঋষি কাপুরের প্রয়াণ সংবাদ শুনে বিস্মিত তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। তিনি বলছিলেন, ''কাছের মানুষগুলোই হারিয়ে যাচ্ছে। আমার সঙ্গে কথাবার্তা হত ফোনে। ভীষণ ভালো সার্ভিস দিয়েছে মোহনবাগানকে। ওকে নিয়ে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কোনও ম্যাচে ওকে কোনও দায়িত্ব দেওয়া হলে আমার নিশ্চিন্ত থাকতাম। খুব দুঃখজনক ব্যাপার।''
সমসাময়িক খেলোয়াড়রাও শোকাহত ঋষির প্রয়াণে। মেহতাব হোসেন বলছিলেন, ''খুব সৎ ছেলে। এত তাড়াতাড়ি চলে যাবে তা কল্পনার অতীত।''
সর্বভারতীয় ফুটবল ফেডারেশেনর প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মোহনবাগান, দিল্লি ইউনাইটেড ও দিল্লির রাজ্য দলের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর প্রয়াত। চলে যাওয়ার এটা বয়সই নয়। ওর আত্মার শান্তি কামনা করি।''
