আজকাল ওয়েবডেস্ক: আচমকাই শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির। শনিবার গভীর রাতে তাঁকে থানের আকৃতি হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি।

সম্প্রতি কাম্বলি তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। মূত্রের সমস্যার জন্য তাঁকে একমাস আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক ইউটিউব শোয়ে কাম্বলিকে বলতে শোনা গিয়েছিল, ''আমার মাথা বনবন করে ঘুরছিল। সজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলাম। চিকিৎসকরা আমাকে হাসাপাতালে ভর্তি হতে বলেছিলেন।'' এবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। তবে কী কারণে এবার তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হল, তা জানা যায়নি।  

সম্প্রতি রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে কাম্বলিকে দেখে অবাক হয়ে যায় গোটা দেশ। ভাল করে কথা বলতে পারছেন না তিনি। সেই অনুষ্ঠানে  গিয়েছিলেন শচীনও। কাম্বলিকে দেখে সৌজন্য বিনিময় করেন শচীন। একসময়ে ছেলেবেলার বন্ধুকে ছাড়তে চাইছিলেন না কাম্বলি। কিন্তু শচীন একপ্রকার জোর করেই চলে যান নিজের আসনে। বাল্যবন্ধুর গতিপথের দিকে কাম্বলির ফ্যালফ্যেলে  দৃষ্টি দেখে অনেকেরই হৃদয় কেঁপে উঠেছিল। কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু এর মধ্যেই জানিয়েছিলেন, অন্তত ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে কাম্বলিকে।  

 

?ref_src=twsrc%5Etfw">December 23, 2024

কাম্বলির অবস্থা দেখে সাহায্যের আশ্বাস দিয়েছে তিরাশির বিশ্বজয়ী দল। ভুবনজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ অনুজ কাম্বলির শারীরিক অবস্থা দেখে বলেছেন, ''জোর করে কারওর উপরে কিছু চাপিয়ে দেওয়া যায় না।  নিজে সচেতন না হলে তাঁকে কীভাবে সাহায্য করা যাবে? ওর কাছের বন্ধুরাই ওকে রিহ্যাবে যেতে সাহায্য করতে পারে।'' 

সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, কাম্বলি তাঁর ছেলের মতো। কাম্বলির সমস্ত দায়িত্ব গ্রহণ করবে তিরাশির বিশ্বজয়ী দল। যাঁকে নিয়ে এত চর্চা, এত আলোচনা, সেই কাম্বলিই অসুস্থ হয়ে পড়লেন। তাঁর সাহায্যে নিশ্চয় এগিয়ে আসবে তিরাশির বিশ্বজয়ী দল।