আজকাল ওয়েবডেস্ক: কতটা পথ পেরোলে তবে হার্দিক পাণ্ডিয়া হওয়া যায়! এর জবাব একমাত্র দিতে পারেন হার্দিক পাণ্ডিয়াই। হৃদয়ে ক্ষত নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন। ফাইনালের সেই শেষ ওভার কে ভুলতে পারেন! 

গ্যালারি থেকে ভেসে আসা কটুক্তি, পত্রপত্রিকায়  সমালোচনা-নিন্দার ঝড় সামলে পাণ্ডিয়া সুপারস্টার। আইপিএলে প্রথম ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। তার পর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের আর্মব্যান্ড থাকবে তাঁর হাতেই। 

গতবারের আইপিএল থেকে নিশ্চয় শিক্ষা নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দ্বিতীয়বার শেষ বলে গিয়ে হার মানে হার্দিকের দল। তার পরে গোটা দেশের ক্রিকেটমহলকে চমকে দিয়ে জার্সির রং বদলে ফেলেন হার্দিক। গুজরাট থেকে তাঁর নতুন ঠিকানা হয় মুম্বই। 

আর এই পালাবদলের পরেই তীব্র আক্রমণের মুখে পড়েন হার্দিক। তিনি মাঠে নামলে উড়ে আসত সমালোচনা। ধেয়ে আসত গালমন্দ।  রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কত কালি খরচ হয়েছে সাংবাদমাধ্যমে। এত কিছু সহ্য করেও হার্দিক পাণ্ডিয়া সবুজ গালচেতে পারফর্ম করে চলেছেন। 

তাঁকে দেখে মুগ্ধ মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার। তিনি বলছেন, হার্দিক পাণ্ডিয়ার জীবন নিয়ে বায়োপিক বানানোই যায়। সেই মশলা রয়েছে তাঁর জীবনে। আর এই বায়োপিক তৈরি হলে উঠতি ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে। মানসিক ভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত হয়েও তিনি ফিরে আসার গান শুনিয়ে চলেছেন। হার্দিকের প্রশংসা করে কাইফ বলছেন, ''নিজের মনের ভিতরে যন্ত্রণা বহন করেও এগিয়ে চলেছে হার্দিক। এটাই হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তনের গল্প। খুব খারাপ সময়ের সম্মুখীন হতে হয়েছিল হার্দিককে। ভক্তরা তাঁকে গালমন্দ করছে, বিশেষজ্ঞরা তাঁকে সমালোচনা করছে। প্লেয়ার হিসেবে বলতে পারি, অসম্মান-অপমান সহ্য করে এগিয়ে চলা সহজ নয়। সেই পথ অতিক্রম করা কঠিন। '' 

শুধু কি ভক্তদের কাছ থেকে সমালোচনা-নিন্দা সহ্য করা! তাঁর ব্যক্তি জীবনও তো ধাক্কা খেয়েছিল। নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আইসিসি-র টি-টোয়েন্টি বিশ্বকাপে নামেন। ভারত চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হার্দিক পাণ্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আইপিএল-যুদ্ধে নামবেন হার্দিক।  

এবারের টুর্নামেন্টেই বা তাঁর জন্য কী লুকিয়ে রয়েছে কে জানে! কাইফের কথায় অনুপ্রাণিত হয়ে হার্দিক পাণ্ডিয়ার বায়োপিক কি কেউ বানাবেন? সেই বায়োপিক দেখলে বোঝা যাবে, কতটা পথ পেরোলে তবে হার্দিক পাণ্ডিয়া হওয়া যায়।