আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। 

দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া একপ্রকার নিশ্চিত যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন সিরাজই। 

কীভাবে? ব্যাখ্যা করে আকাশ চোপড়া বলছেন, ''সামির কথা ভুলে যান। বুমরার কী অবস্থা সেটাও জানি না। যে দল বেছে নেওয়া হয়েছে, সেই দলের মাত্র একজন বোলার ফিট। সে হল অর্শদীপ সিং। অন্য দু'জনের কথা আমার জানা নেই। দু'জনের মধ্যে কোনও একজন যদি ছিটকে যান শেষমেশ তাহলে সিরাজ দলে ঢুকে যাবে। আমার মতে, জুতোর স্পাইক থেকে মাটি সরিয়ে সিরাজের তৈরি থাকা উচিত। আমার মতে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে সিরাজই।'' 

আকাশ চোপড়া কীভাবে বলছেন সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন? দেশের প্রাক্তন ক্রিকেটার ব্যাখ্যা দিয়ে বলছেন, ''এখনও পর্যন্ত সামি একটা ম্যাচও খেলেনি। বুমরা হয়তো একটা ওয়ানডে ম্যাচ খেলবে। গত বছর এই সময়ে আমরা দেখেছি দলে বহুবার নেওয়া হয়েছে বুমরাকে আবার ছিটকেও গিয়েছে। পুরোদস্তুর ফিট না হওয়ায় শেষ পর্যন্ত খেলতে পারেনি। সামি ও বুমরার কী অবস্থা তা আমার জানা নেই। সেই তথ্য আসছে না আমাদের কাছে। তবে সিরাজই  চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে।''