আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার চ্যাম্পিয়ন হবে ভারত। সর্বোচ্চ রান করবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এমনই ভবিষ্যদ্বাণী করলেন। 

চোটের জন্য আইসিসি-র ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তিনি খেলতে না পারায় অনেকেই মনে করছেন ভারতের বোলিং বিভাগ দুর্বল হয়ে পড়েছে। কিন্তু অনেকেই মনে করেন অর্শদীপ সিং, মহম্মদ সামি এবং নীতীশ রানাকে নিয়ে তৈরি ভারতের বোলিং আক্রমণ যে কোনও দলকে বেগ দেবে। 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বলতে বসে ক্লার্ক জানিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করবেন হিটম্য়ান। ক্লার্ক বলছেন, ''ভারত চযাম্পিয়ন হবে বলেই আমার ধারণা। ভারত অধিনায়ক, ফর্ম ফিরে পেয়েছে। আমার মতে,  রোহিত শর্মাই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবে।'' 

ফর্মে ছিলেন রোহিত শর্মা। বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাট কথা বলেনি। ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজেও হিটম্যান ব্যর্থ থেকে যান। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মা সেঞ্চুরি করে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন। বিরাট কোহলিও পঞ্চাশ করে রানের খরা কাটিয়েছেন। শুভমান গিল শেষ ওয়ানডেতে শতরান করেছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা ভারতীয় ব্যাটাররা রানে ফিরেছেন। মাইকেল ক্লার্ক বলছেন, ''রোহিতকে রানে ফিরতে দেখাটা দারুণ ব্যাপার। রোহিতের ভাল ফর্মে থাকা ভারতের জন্য দরকারি।'' 

সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত। কিন্তু সব চেয়ে বেশি উইকেট নেবেন কে? ক্লার্কের অনুমান, ''সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারে জোফ্রা আর্চার। ইংল্যান্ড খুব ভাল কিছু করবে বলে ভাবছি না। তবে জোফ্রা আর্চার সুপারস্টার।'' 

 জোফ্রা আর্চারকে সামলাতে বেগ পেতে হবে ব্যাটারদের বলে মনে করেন ক্লার্ক। সম্ভাব্য ম্যান অব দা টুর্নামেন্ট হিসেবে ক্লার্ক বেছে নিচ্ছেন ট্র্যাভিস হেডকেই।