আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে নীতীশ কুমার রেড্ডি ব্যাট হাতে চমকে দিয়েছেন। মেলবোর্নে প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরি ভারতকে ফলো অন বাঁচাতে সাহায্য করেছে। নীতীশ রেড্ডিতে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক  মাইকেল ক্লার্ক। পরবর্তী টেস্টে আরও আগে তাঁকে পাঠাতে বলছেন প্রাক্তন অজি তারকা। উল্লেখ্য পরের টেস্ট সিডনিতে। 

পারথে অনুষ্ঠিত প্রথম টেস্টে চাপের মুখে ৫৯ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন নীতীশ। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ২৭ বলে অপরাজিত ৩৮। 

অ্যাডিলেডে দুই ইনিংসেই করেন ৪২ রান। ব্রিসবেনে মাত্র ১৬ রানে আউট হন তিনি। একটাই ইনিংস খেলেন নীতীশ। মেলবোর্নে বক্সি ডে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ১১৪ রান করেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন নীতীশ। 

একটি পডকাস্টে প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক বলেন, নীতীশের ছ'নম্বরে ব্যাট করা উচিত। ক্লার্ক বলেছেন, ''আট নম্বরে ব্যাট করতে নামা নীতীশ রেড্ডি আসলে জিনিয়াস। ২১ বছর বয়সে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। গোটা সিরিজে নীতীশের মূল্যায়ন সঠিক হয়নি।”

ক্লার্ক আরও বলেন, '' অস্ট্রেলিয়ার কোনও  বোলারকে ভয় পায়নি নীতীশ। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে। টেল এন্ডারদের নিয়েও দারুণ লড়ে গিয়েছে। ছ'নম্বরের জন্য নীতীশ রেড্ডি যথেষ্ট ভাল।'' সিডনি টেস্টে নীতীশ রেড্ডিকে ছ'নম্বরে পাঠানোর পক্ষপাতী ক্লার্ক।