আজকাল ওয়েবডেস্ক: শাস্তির কবলে পড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি। ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-২০ তে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাঁকে শাস্তি দেওয়া হল। তাঁর একটি বল আম্পায়ার ওয়াইড ডাকার পর মেজাজ হারান কোয়েটজি। আম্পায়ারের উদ্দেশে মন্তব্য করেন। মঙ্গলবার একটি বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, 'ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ একদিনের ম্যাচে জেরাল্ড কোয়েটজি আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারা লঙ্ঘন করেছে। যার অর্থ, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা। যার ফলে তাঁকে একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হল। ও নিজের দোষ মেনে নিয়েছে। আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রাফটের দেওয়া শাস্তি গ্রহণ করেছে।'
আইসিসি লেভেল ওয়ান চার্জের ক্ষেত্রে সতর্কবার্তা থেকে শুরু করে ৫০ শতাংশ ম্যাচ ফি পর্যন্ত কাটা হতে পারে। এছাড়াও এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। কোয়েটজিকে কোনও আর্থিক জরিমানা করা হয়নি। কোনও প্লেয়ার ২৪ মাসের মধ্যে চার না তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে, সেটাকে সাসপেনশন পয়েন্টে কনভার্ট করা হয়। তারপরই সংশ্লিষ্ট প্লেয়ারকে নির্বাসিত করা হয়। দুটো সাপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটো একদিনের ম্যাচ বা দুটো টি-২০ থেকে নির্বাসিত করা হয়। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ ৩-১ এ জেতে ভারত। চতুর্থ ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড করে সূর্যকুমার যাদবরা। শতরান করেন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা।
