আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতের প্রত্যাঘ্যাত চলছেই। ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খববর প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারত থেকে দেখা যাচ্ছে না শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে পরিচিত প্রাক্তন পাক পেসারের ইউটিউবের নাম 'শোয়েব আখতার ১০০ এমপিএইচ'। ৩৮ লাখের কাছাকাছি তাঁর ফলোয়ার। অসংখ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীও এই চ্যানেল দেখেন। সোমবার সকাল থেকে ভারতে আর দেখা যাচ্ছে না শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে গভীর আলোচনা হয়। ক্রিকেটের চুলচেরা বিশ্লেষণ হয়। শোয়েবের ইউটিউব চ্যানেল পাকিস্তানের মতো ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছেও সমান ভাবে সামদৃত।
শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল দেখার জন্য ঢুকতে গেলে ভেসে আসছে একটি বার্তা। সেখানে লেখা, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের নির্দেশের জন্য এই ইউটিউবের কন্টেন্ট বর্তমানে এই দেশ থেকে উপলব্ধ নয়।''
ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা-র মতো হাইপ্রোফাইল ইউটিউবগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
