আজকাল ওয়েবডেস্ক: শেষমেষ ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ঈশান কিষাণ। দলীপ ট্রফিতে খেলবেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ২০২২ সালে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। তবে তার আগে বুচি বাবু টুর্নামেন্ট দিয়ে প্রত্যাবর্তন হবে ঈশানের। ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের জার্সিতে শেষবার দেখা যায় তাঁকে। দক্ষিণ আফ্রিকা সফরের দলেও ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। তারপর গত বছরের শেষে রঞ্জি ট্রফিতেও খেলেননি। যা তাঁর কেরিয়ারের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ঈশান কিষাণকে সরিয়ে দেওয়া হয়। এবার তাঁর জাতীয় দলে ফেরা নিয়ে মন্তব্য করলেন জয় শাহ। প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের কথা ধরে দলীপ ট্রফিতে মনোসংযোগ করতে বলেন বোর্ড সচিব। জয় শাহ বলেন, 'ওকে নিয়ম মানতে হবে। ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।' বুচি বাবুতে ঝাড়খণ্ডের হয়ে নেমেই শতরান করলেন ঈশান কিষাণ। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৮৬ বলে একশোয় পৌঁছে যান। মাত্র ৩৯ বলের ব্যবধানে ৯টি ছক্কা হাঁকান।
এবার দলীপ ট্রফিতে ভারতীয় তারকাদের খেলতে দেখা যাবে। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারার পর ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য বাংলাদেশ সিরিজ। তার আগে ম্যাচ প্র্যাকটিসের জন্য ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে দেখতে চান গৌতম গম্ভীর। সেই অনুযায়ী শুভমন গিল, শ্রেয়স আইয়ার সহ ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রথমে জানা গিয়েছিল, দলীপে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মাও। কিন্তু আগের দিন জয় শাহ জানিয়ে দেন, দুই তারকা ক্রিকেটারের জন্য এই টুর্নামেন্ট বাধ্যতামূলক নয়। চোট-আঘাত, ওয়ার্কলোডের কথা ভেবেই তাঁদের খেলতে বাধ্য করা হবে না। বর্তমানে লন্ডনে বিরাট কোহলি। পরিবারের সঙ্গে রয়েছেন রোহিত শর্মা। সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই দুই তারকাকে দেখা যাবে।
এবার দলীপ ট্রফিতে ভারতীয় তারকাদের খেলতে দেখা যাবে। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারার পর ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য বাংলাদেশ সিরিজ। তার আগে ম্যাচ প্র্যাকটিসের জন্য ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে দেখতে চান গৌতম গম্ভীর। সেই অনুযায়ী শুভমন গিল, শ্রেয়স আইয়ার সহ ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রথমে জানা গিয়েছিল, দলীপে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মাও। কিন্তু আগের দিন জয় শাহ জানিয়ে দেন, দুই তারকা ক্রিকেটারের জন্য এই টুর্নামেন্ট বাধ্যতামূলক নয়। চোট-আঘাত, ওয়ার্কলোডের কথা ভেবেই তাঁদের খেলতে বাধ্য করা হবে না। বর্তমানে লন্ডনে বিরাট কোহলি। পরিবারের সঙ্গে রয়েছেন রোহিত শর্মা। সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই দুই তারকাকে দেখা যাবে।
