আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল, শ্রীনীধি ডেকান এফসিনামধারীকে নিয়ে একটি গ্রুপ। অন্যদিকে মোহনবাগান, গোকুলাম এফসি ও ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে আরেকটি গ্রুপ।

চলতি মাসের ৮ তারিখ শ্রীনীধির বিরুদ্ধে ম্যাচ দিয়ে শিল্ড অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। পরের দিনই গোকুলামের বিরুদ্ধে নামছে মোহনবাগানশিল্ডের সূচি জানিয়ে দেওয়া হল। ১৮ তারিখ ফাইনাল। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ফাইনালে

ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ১৪ তারিখ। প্রতিপক্ষ নামধারী। অন্যদিকে ১৫ তারিখ মোহনবাগান খেলবে ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে। ভেন্যু অবশ্য জানানো হয়নিইদানীংকালে মোহনবাগানকে নিয়ে কম চর্চা হয়নি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগানঅষ্টমীর রাতে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ-মেরুনের। সেই ম্যাচ খেলতে না যাওয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছেবিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার জন্য তাঁদের ইরানে যাওয়া সম্ভব হয়নি বলে জানানো হয় মোহনবাগানের তরফ থেকে। শুধু দেশীয় ফুটবলার নিয়ে ইরানে খেলতে যেতে চায়নি ম্যানেজমেন্ট। 

এদিকে আইএফএ শিল্ডে খেলবে মোহনবাগান তা আগেই জানিয়ে দেওয়া হয়সিনিয়র দলই শিল্ড খেলবে। ইস্টবেঙ্গলেরও সিনিয়র দল খেলবে শিল্ডে। সবুজ-মেরুনের প্রথম দলের ছ'জনফুটবলার জাতীয় শিবিরে চলে যাওয়ায় প্রাথমিকভাবে শিল্ডে খেলতে চায়নি মোহনবাগান। কিন্তু কোচ হোসে মোলিনার সঙ্গে আলোচনা করে ম্যানেজমেন্টমোলিনা শিল্ড খেলতে আগ্রহ প্রকাশ করেন। এই টুর্নামেন্টেকে সুপার কাপের প্রস্তুতি হিসেবে নিতে চান ইস্ট ও মোহনবাগানের কোচ। সব ঠিক থাকলে ফাইনালে হয়তো মুখোমুখি হবে ইস্ট ও মোহন। তার আগে দুই প্রধানের সাক্ষাৎ হবে না।