আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগে শাস্তি পেয়েছেন পাঁচ জন। স্পেনের এক আদালত ওই পাঁচ জনকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। 
 
 ২০২২-এর ডিসেম্বরে লা লিগায় রিয়াল ভায়াদোলিদের মাঠে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জিতেছিল। সেই ম্যাচেই ঘটেছিল এমন ঘটনা। 
ভায়াদোলিদের আদালত ওই অভিযুক্ত পাঁচ জনকে এক বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এক হাজার ৮০ থেকে এক হাজার ৬২০ ইউরো পর্যন্ত জরিমানা করেছে।
আগামী তিন বছরের মধ্যে কোনোও অপরাধ না করার শর্তে ওই পাঁচজনের কারাদণ্ডের শাস্তি স্থগিত থাকবে। অবশ্য এই সময়ের মধ্যে কোনও ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন না ওই পাঁচ ব্যক্তি।
রিয়াল তারকা ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণ বিদ্বেষমূলক আচরণের ঘটনায় গত বছরের জুনে ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছিল আদালত।
