আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের নির্বাচনের দামামা বেজে গেল। তবে নির্বাচনের তারিখ জানানো হয়নি। নির্বাচনের পদ্ধতি এবং প্রক্রিয়া জানতে আইনজীবী কিশোর দত্তের দ্বারস্থ হবে ক্লাব। শনিবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক ছিল। সেখানে পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলেন তিনি। সোসাইটি  অ্যাক্ট না ক্লাবের নিয়ম মেনে নির্বাচন হবে, সেটা জানতেই অ্যাডভোকেট জেনারেলের দ্বারস্থ হবে ক্লাব।

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে বোর্ড গঠন হয়েছে। কিন্তু বাকি চারজনের নাম ঘোষণা করা হয়নি। নির্বাচনের জন্য তৈরি ক্লাব সচিব দেবাশিস দত্ত। তিনি জানান, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে নোটিস দেওয়া হবে। যাতে অন্যান্য সদস্যরাও মতামত জানাতে পারে। এদিনের বৈঠকে সন্তুষ্ট সৃঞ্জয় বসু। নির্বাচন নিয়ে নিজের মতামত তিনি জানিয়েছেন। নির্বাচনের পদ্ধতি নির্দিষ্ট হয়ে গেলেই পরবর্তী প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ২০২১ সালে মোহনবাগান ক্লাবকে সোসাইটি অ্যাক্টে আনা হয়। সেই নিয়ম অনুযায়ী তিন বছরের মেয়াদের পর আর ক্ষমতায় থাকতে পারবে না শাসক গোষ্ঠী। কিন্তু ক্লাবের পুরোনো নিয়ম অনুযায়ী, মেয়াদ ফুরিয়ে যাওয়ার ছ'মাস পর্যন্ত থাকতে পারে বর্তমান কমিটি। এবার কোন নিয়মে নির্বাচন হবে সেটা জানতেই অ্যাডভোকেট জেনারেলের দ্বারস্থ হবে ক্লাব।