আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগান মাঠ যেন ছাদনাতলা। সবুজ মেরুন তাঁবুর লনে মালা বদল হল সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্তের। একে অপরকে মালা পরিয়ে দেন মোহনবাগানের নতুন সভাপতি এবং সচিব। সোমবার ক্লাবের নতুন কার্যকরী কমিটির প্রথম বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নেন দেবাশিস দত্ত। সাংবাদিক সম্মেলনে নতুন সভাপতির নাম ঘোষণা করেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। পাঁচজন সহ সভাপতি। এই তালিকায় রয়েছেন সৌমিক বসু, মানস ভট্টাচার্য, উত্তম সাহা, কুণাল ঘোষ এবং দেবাশিস মিত্র। তিনজনকে কো অপ্ট করা হয়েছে। তাঁরা হলেন সঞ্জয় ঘোষ, দেবাশিস রায় এবং অরিজিৎ ব্যানার্জি। চারজন আমন্ত্রিত সদস্যদের মধ্যে রয়েছেন সম্রাট চক্রবর্তী, দীপিকা দাস, দেবাশিস চ্যাটার্জি এবং তন্ময় চ্যাটার্জি। আগামী দিনে আরও আমন্ত্রিত সদস্য নেওয়ার কথা জানান সৃঞ্জয় বসু। কোনও পদে নেই টুটু বসু। তবে ভবিষ্যতে কোনও বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে মোহনবাগানের প্রাক্তন সভাপতিকে। সৃঞ্জয় বসু বলেন, 'উনি কোনও পদে নেই। তবে সব সময় ক্লাবের অঙ্গ হয়ে থাকবেন। আগামী দিনে ঠিক করব। পরবর্তী বৈঠকে সদস্যদের কাছে অনুমোদন করব।' 

সচিব হয়েই মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মোহনবাগানের সিনিয়র ফুটবল দল নিয়ে আলোচনার ইচ্ছাপ্রকাশ করেন সৃঞ্জয় বসু। সদস্যদের জন্য টিকিটের সংখ্যা বাড়ানোর অনুরোধ করবেন। একইসঙ্গে ক্লাবে ট্রফি রাখার বিষয়টি নিয়েও কথা বলতে চান। বাগানের নতুন সচিব জানান, ক্লাবের নিয়মকানুনে কিছু অস্পষ্টতা রয়েছে। সেটা বদলাতে চান। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। সৃঞ্জয় বসু বলেন, 'মোহনবাগান ক্লাবের নিয়মে কিছু অস্পষ্টতা আছে। আগে অ্যাসোসিয়েশন অফ পার্সন হিসেবে চলত, পরে সোসাইটি হয়েছে। জাস্টিস অসীম রায়কে দায়িত্ব দেব এই বিষয়টি দেখার। নিয়মকানুন ঠিক করার জন্য যা প্রয়োজন করতে হবে।' আইএসএলের ম্যাচে যুবভারতীতে জলের সমস্যা হয়। ঠিকমতো পরিষেবা পায় না সদস্য, সমর্থকরা। সচিব হয়েই সেই সমস্যা মেটাতে চান সৃঞ্জয় বসু। এছাড়াও মেয়েদের ফুটবল দলে ফোকাস করতে চান। ২৯ জুলাই নিয়েও বিশেষ পরিকল্পনা আছে। ঐতিহাসিক দিনে আরও সদস্য, সমর্থকদের যোগদান চান বাগানের নতুন সচিব।