আজকাল ওয়েবডেস্ক: ৪৪-তম জন্মদিন মহেন্দ্র সিং ধোনির। দেশের ক্রিকেটপ্রেমীরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন দেশের প্রাক্তন অধিনায়ককে।
ফিফা ওয়ার্ল্ড কাপও বিশ্বফুটবলের সাত নম্বর তারকাদের ছবি দিয়ে অভিনব উপায়ে শুভেচ্ছা জানিয়েছে ধোনিকে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সির নম্বর সাত। ডেভিড বেকহ্যাম সাত নম্বর জার্সিধারী। সন হিউং মিনের জার্সির নম্বরও সাত। এই তিন তারকার ছবি দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখেছে, 'হ্যাপি থালা ডে'। তার সঙ্গে লেখা সাত এবং দেওয়া হয়েছে একটি কেকের ছবিও। ধোনির জন্যই এমন মহাধ্বনি।
No big cameras, no perfect angles… just a simple raw moment in the gym, when you see that low quality gym video, you know the emotions are real.????
— Abhinav MSDian™ (@Abhinav_hariom)
No PR team, no HD cameras, no staged moment Just Mahi, in his vest and lowers, quietly cutting his cake with his people around. No… pic.twitter.com/Iyt7FMr7GmTweet by @Abhinav_hariom
এদিকে তাঁর জন্মদিনের কেক কাটার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে কালো রংয়ের স্লিভলেস টি শার্ট পরে বন্ধুদের সঙ্গে কেক কাটছেন ধোনি। সবাইকে কেকের টুকরো খাইয়ে দিচ্ছেন তিনি।
পাঁচ বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এখন তিনি আইপিএল খেলেন। আগামীবারও কি ধোনিকে আইপিএলে দেখা যাবে? তা নিয়ে চলছে জল্পনা। ধোনি নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে বলেছেন, পাঁচ-ছয় মাস সময় তিনি দেবেন নিজেকে। তার পরে সিদ্ধান্ত নেবেন।
জন্মদিনে শুভেচ্ছার পাশাপাশি গোটা দেশের আর্তি, পরের বারও যেন আইপিএলে দেখা যায় থালাকে। মহেন্দ্র সিং ধোনি নায়ক, অধিনায়ক এবং মহানায়ক।
