আজকাল ওয়েবডেস্ক: বিশ্বক্রিকেটে এক অনন্য নজির। বাইশ গজে একে অপরের মুখোমুখি বাবা-ছেলে। ৪০ বছর বয়সে সেই স্বপ্ন সফল হল মহম্মদ নবির। আফগানিস্তানের প্রিমিয়ার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শেপাগিজা ক্রিকেট লিগ দেখল বাবা-ছেলের দ্বৈরথ। ছেলে হাসান এইসাখিলের বিরুদ্ধে বল করলেন নবি। প্রথম বলেই বাবাকে ছক্কা হাঁকালেন ছেলে। দেখিয়ে দিলেন নতুন প্রজন্মের ক্ষমতা। করলেন অর্ধশতরানও। মিস আইনাক রিজিয়নের সঙ্গে ম্যাচ ছিল আমো রিজিয়নের। আমোর ইনিংসের নবম ওভারে বল করতে আসেন নবি। উল্টো দিকে স্ট্রাইকে ছিলেন তাঁর ১৮ বছরের ছেলে। তারপর যা হল, কল্পনা করা যাবে না।

নবির প্রথম বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকালেন জুনিয়র নবি। ছয় মারার পর বাবার উদ্দেশে কিছু বলেন এইসাখিল। কিন্তু তাতে খুব একটা কর্ণপাত করেননি আফগান তারকা। বাবা-ছেলের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে পেশাদারিত্বের ছাপ রাখেন দু'জনেই। ম্যাচে সর্বোচ্চ রান নবির ছেলের। ৩৬ বলে ৫২ রান করেন। ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুটি ছয়। প্রথমে ব্যাট করে ১৬২ রান তোলে আমো রিজিয়ন। মাত্র এক ওভারই বল করেন নবি। ১২ রান দেন। পরে ব্যাট করতে নেমে ছেলের পদাঙ্ক অনুসরণ করে ছক্কা হাঁকান। তিন বল বাকি থাকতে ম্যাচ জেতে তাঁর দল। তবে ফলাফল যাই হোক না কেন, বিশ্ব ক্রিকেটে বাবা-ছেলের এই দ্বৈরথ দৃষ্টান্ত থেকে গেলে। এর আগেও অনেক ক্রিকেটার বাবার ছেলে ক্রিকেটে এসেছে। কিন্তু একসঙ্গে খেলার বা একে অপরের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়নি। যা করে দেখালেন নবি এবং তাঁর ছেলে। 

এদিকে আফগানিস্তানে মেয়েদের ক্রিকেটকে আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করছে আইসিসি। ২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর থেকে প্রায় বিলুপ্ত হতে বসেছে মেয়েদের ক্রিকেট। মেয়েদের খেলাধুলোর প্রতি বিধিনিষেধ জারি করা হয়। অনেকেই অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়। গত সপ্তাহে আইসিসির একটি বৈঠকের পর জানানো হয়, আফগানিস্তানে মেয়েদের ক্রিকেটকে ফেরাতে সাহায্য করবে আইসিসি। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইসিসির ইভেন্টে যাতে অংশ নিতে পারে আফগান মেয়েরা। চলতি বছর ভারতে আইসিসি মেয়েদের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। পরের বছর মেয়েদের টি-২০ বিশ্বকাপ। আইসিসি চাইছে আফগানিস্তানের মেয়েরাও এই দুই টুর্নামেন্টে অংশ নিক। বাকি আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে কথা বলার, আলোচনা করার সুযোগও থাকবে। বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়ায় সুযোগ করে দেওয়া হবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই উদ্যোগে সমর্থন জানিয়েছে।