আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা কি অবশেষে অবসর নিচ্ছেন? গাব্বায় ব্যর্থ হওয়ার পরে তাঁর অভিব্যক্তি কিন্তু সেই ঈঙ্গিতই দিচ্ছে। মাত্র ১০ রানে আউট হন তিনি। ভারত অধিনায়কের উপরে অনেক আশা করছিলেন ভারতের ক্রিকেটভক্তরা। কিন্তু রোহিতের ব্যাট বোবা থেকে গেল গাব্বায়। আউট হয়ে ফেরার সময়ে রোহিত তাঁর গ্লাভস জোড়া ফেলে রাখেন ডাগ আউটের বাইরে।

বিজ্ঞাপনের বোর্ড যেখানে রয়েছে, তার ঠিক পিছনেই পড়ে রয়েছে হিটম্যানের গ্লাভস জোড়া। সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকেই রোহিতের অবসর নিয়ে ছড়াতে শুরু করে জল্পনা। সচরাচর রোহিত এমন আচরণ করেন না। কিন্তু লাগাতার ব্যাটিং ব্যর্থতার পরে হতাশা গ্রাস করেছে তাঁকেও। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। তার উপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ভারত ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারছে না। অধিনায়কের উপরে অনেক কিছু নির্ভর করছিল। নিজের উপরে হতাশায়, ব্যর্থ হওয়ার প্রেক্ষিতেই তিনি হয়তো তাঁর বিশ্বস্ত গ্লাভস জোড়া ফেলে রেখে আসেন ডাগ আউটের বাইরে। সাধারণত ব্যাটাররা অবসর নেওয়ার আগে এমন কাণ্ড করে থাকেন। যা দেখার পর থেকে সবাই মনে করতে শুরু করেছেন অবসর নিতে চলেছেন রোহিত। সেই ইঙ্গিত তিনি দিয়ে গেলেন গ্লাভস জোড়া ছুড়ে দিয়ে।   

 

?ref_src=twsrc%5Etfw">December 17, 2024

লাল বলের ফরম্যাটে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রোহিতের। শেষ ১৩টি ম্যাচে মাত্র একবার পঞ্চাশের বেশি রান করেছেন তিনি। ঘরের মাঠেও ব্যর্থ হন। যার পর থেকেই তাঁকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে। অ্যাডিলেড টেস্টে ভারত হারের পরে আরও সপ্তমে চড়ে তা। এর মধ্যেই ব্রিসবেনে ব্যর্থ হন তিনি। 

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ওঠার পরই অবসর নিয়েছিলেন। নিউজিল্যান্ড সফরের ভরাডুবির পর থেকে রোহিতের অবসর নিয়ে জল্পনা ছড়াচ্ছে। এদিন তাঁর গ্লাভস জোড়া পড়ে থাকতে দেখে তাতেই ঘৃতাহুতি দিল।