আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক ম্যাচ মানে আবেগের ফুটন্ত কড়াই। নার্ভ যার ম্যাচ তার।  ২৩ তারিখ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। সেই ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তার পরেও অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হয়েছিল। সেই টিকিটগুলোও দ্রুত বিক্রি হয়ে যায়। 

দুপুর দেড়টায় টিকিট বিক্রি শুরু হয়েছিল এদিন। দুপুর তিনটের মধ্যে সেই টিকিটও শেষ হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৫ হাজার দর্শকাসন। ফলে বোঝাই যাচ্ছে ভারত-পাক ম্যাচের টিকিটের চাহিদা কীরকম। 

শুধু ভারত-পাক ম্যাচ নয়, টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় দুবাইয়ের ভারত-বাংলাদেশ-সহ  চারটি ম্যাচের সব টিকিট। 

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই কেবল দেখা হয় এই দুই দেশের। ফলে উত্তেজনা, উন্মাদনা, উৎসাহ মিলে মিশে একাকার এই ম্যাচ ঘিরে। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক মুলুকে ভারতের খেলা নিয়ে কম টালবাহানা হয়নি। শেষমেশ হাইব্রিড মডেল অনুসরণ করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।