আজকাল ওয়েবডেস্ক:‌ আইসিসি চেয়ারম্যানকে দরাজ সার্টিফিকেট দিলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ যখন সভাপতি ছিলেন বোর্ডে, জয় শাহ ছিলেন সচিব। কেমন ছিল দু’‌জনের সম্পর্ক?‌ সৌরভের কথায়, ‘‌জয় শাহের কাজের একটা নিজস্ব পদ্ধতি আছে। তবে ওর সবচেয়ে ভাল গুণ ভারতীয় ক্রিকেটের ভালর জন্য কাজ করতে চেয়েছিল। দেখুন, ওর কাছে ক্ষমতা ছিল, সমর্থন ছিল। ফলে ওর মধ্যে একটা কাঠিন্য, একটা একগুঁয়ে মানসিকতা আশা করেছিলাম। কিন্তু ও যা করেছে ভারতীয় ক্রিকেটের জন্য করেছে।’‌ এরপরই সৌরভ যোগ করেন, ‘‌আমাদের সম্পর্ক তখনও ভাল ছিল, এখনও আছে। ও সবসময় প্লেয়ারদের সমর্থন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও ভাল কাজ করেছে। ও খুব সৎ। ওর উপর কী চাপ আছে, সেটা ও জানে। তাই সবসময় যথাযথ ও নিখুঁতভাবে করতে চায়।’‌


প্রসঙ্গত, সৌরভ বিসিসিআইয়ের সভাপতি ছিলেন ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত। জয় শাহ অবশ্য আরও দু’‌বছর সচিব ছিলেন। বর্তমানে তিনি আইসিসির চেয়ারম্যান। স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর পুত্র একসময় গুজরাট ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন। সৌরভ বলছেন, ‘‌ও যখন দায়িত্বে আসে, তখন তরুণ ছিল। তবে ও সবসময় সহযোগিতা করত। ওর নিজস্ব মতামত ছিল। নিজের মতো কাজ করতে ভালবাসে। এখন ও আইসিসি চেয়ারম্যান, যেটা আরও বড় দায়িত্ব। আমি তো এখন প্রশাসনিক দায়িত্বে নেই। কিন্তু ওর জন্য শুভেচ্ছা রইল।’‌